…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো“ ।
এই লেখাটি ইতিমধ্যে 1415বার পড়া হয়েছে।
…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।
একটি খবর জবর খবর আসছে ধেয়ে অন্ধকার,
আলো ব্লগ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
বন্ধ হবে হতে দাও, আলোর নীচে অন্ধকার ,
অন্ধকারে আলোর দিশা এই দরজা বন্ধ কার ?
মনুষ্য বিষ্ঠা পিস্ট হয়ে পাঁয়ের পাতায় গন্ধ কার ?
আলো ব্লগ’ বন্ধ হলে ঘুচবে আলোর অন্ধকার !
হবুরাজের গবুর কলকীর শেষ হয়েছে কিছুটান,
এমনিতে তো ‘গুগল বাছা’ নিয়েছে যে পিছুটান ।
লেখার ধারায়’ নদীর স্রোত মানচিত্র আর সীমানা,
বাঁধ ভেঙ্গে যে নিজেরই পথ খুজতে কারো কি মানা ?
মেঘের উপর সূর্য্য থাকে মুহুর্তেও দেয় উকি,
মেঘে মেঘে যায়যে বেলা আলোর বেলায় নেই ঝুকি ।
মুক্ত বুদ্ধি’ চর্চা হলে জানবে মানুষ বেশীটা ,
মানবে মানূষ কম কম গোপী-গাইনের দেশ এটা ।
আলোর আভা ছড়ায় প্রথম মুক্তাকাশের সবখানে,
দিনের শেষে সূর্য্য হাসে অন্ধকারই যব টানে ।
আলো ব্লগ’ বন্ধ হবে হারিয়ে যাবে শেষ আলো ,
রাত পেরুলে আসবে যে দিন ঘুচবে আধার সব কালো ।
শুকনো বিষ্ঠা পিস্ট হলে গন্ধ ছড়ায় অন্ধকার,
আলো ব্লগ ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।
১,৩৮৮ বার পড়া হয়েছে
যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।
একটি খবর জবর খবর আসছে ধেয়ে অন্ধকার,
আলো ব্লগ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
বন্ধ হবে হতে দাও, আলোর নীচে অন্ধকার ,
*****************অনেক শুভেচ্ছা কবিতায়.
মনটা খুব খারাপ প্রিয় রুহুল ভাই।প্রথম আলো ব্লগ থেকেই আমার ব্লগিং জীবনের শুরু।
আমিও এর সাথে ছিলাম।
মনটা খারাপ ।
ভাল লাগল লেখাটি । কিন্তু প্রথম আলো ব্লগ বন্ধ হবে কেন বুঝতে পারলাম না । শুভ কামনা ।
মন্তব্যকারী সবার প্রতি জানাই শুভেচছা ।
যতবার যাই ব্লগে। বন্ধ হওয়া পোস্ট দেখলেই মন খারাপ হয়। নীল দা কথা চালিয়ে যাচ্ছেন আশা করি বন্ধ হবে না ব্লগ। কবিতা সুন্দর