Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো“ ।

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ২৮/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1415বার পড়া হয়েছে।

…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।

একটি খবর জবর খবর আসছে ধেয়ে অন্ধকার,
আলো ব্লগ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
বন্ধ হবে হতে দাও, আলোর নীচে অন্ধকার ,
অন্ধকারে আলোর দিশা এই দরজা বন্ধ কার ?
মনুষ্য বিষ্ঠা পিস্ট হয়ে পাঁয়ের পাতায় গন্ধ কার ?
আলো ব্লগ’ বন্ধ হলে ঘুচবে আলোর অন্ধকার !
হবুরাজের গবুর কলকীর শেষ হয়েছে কিছুটান,
এমনিতে তো ‘গুগল বাছা’ নিয়েছে যে পিছুটান ।
লেখার ধারায়’ নদীর স্রোত মানচিত্র আর সীমানা,
বাঁধ ভেঙ্গে যে নিজেরই পথ খুজতে কারো কি মানা ?
মেঘের উপর সূর্য্য থাকে মুহুর্তেও দেয় উকি,
মেঘে মেঘে যায়যে বেলা আলোর বেলায় নেই ঝুকি ।
মুক্ত বুদ্ধি’ চর্চা হলে জানবে মানুষ বেশীটা ,
মানবে মানূষ কম কম গোপী-গাইনের দেশ এটা ।
আলোর আভা ছড়ায় প্রথম মুক্তাকাশের সবখানে,
দিনের শেষে সূর্য্য হাসে অন্ধকারই যব টানে ।
আলো ব্লগ’ বন্ধ হবে হারিয়ে যাবে শেষ আলো ,
রাত পেরুলে আসবে যে দিন ঘুচবে আধার সব কালো ।
শুকনো বিষ্ঠা পিস্ট হলে গন্ধ ছড়ায় অন্ধকার,
আলো ব্লগ ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
…..“ যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।

১,৩৮৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    যা কিছু ভালো- তার সাথেই প্রথম আলো ।
    একটি খবর জবর খবর আসছে ধেয়ে অন্ধকার,
    আলো ব্লগ’ বন্ধ হবে এ নিয়ে আজ দ্বন্ধ কার ?
    বন্ধ হবে হতে দাও, আলোর নীচে অন্ধকার ,

    *****************অনেক শুভেচ্ছা কবিতায়.

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    মনটা খুব খারাপ প্রিয় রুহুল ভাই।প্রথম আলো ব্লগ থেকেই আমার ব্লগিং জীবনের শুরু।

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    আমিও এর সাথে ছিলাম।
    মনটা খারাপ ।

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল লেখাটি । কিন্তু প্রথম আলো ব্লগ বন্ধ হবে কেন বুঝতে পারলাম না । শুভ কামনা ।

  5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    যতবার যাই ব্লগে। বন্ধ হওয়া পোস্ট দেখলেই মন খারাপ হয়। নীল দা কথা চালিয়ে যাচ্ছেন আশা করি বন্ধ হবে না ব্লগ। কবিতা সুন্দর

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top