Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যুগে যুগের কবি

লিখেছেন: অংকুর | তারিখ: ২৭/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1065বার পড়া হয়েছে।

নিপীড়িত নিগৃহীতের বুকে ফুটালে
দ্রোহের পলাশ শিমুল,
বাংগালীর গৌরব তুমি
বিদ্রোহী কবি নজরুল।

যুদ্ধের ময়দানেও থেমে থাকেনি
তোমার কবিতার বুলবুল,
আসানসোলের দুখু মিয়া থেকে
হয়েছিলে তুমি সৈনিক নজরু্‌ল।

তোমার প্রেমময় অমিয় বাণী
বাহারি রাগের যথাযথ প্রয়োগে
বেড়ে যায় শ্রোতাদের সংগীত প্রীতি,
সুরের ভুবনে সমাসীন হয় নজরুলগীতি।

সাহিত্যাংগনে উপস্থিতি তোমার
যখন নক্ষত্রসম জ্বলজ্বল,
নিয়তির অভিশাপে হলে তুমি
নিথর নিঃশ্চুপ নিশ্চল!

ভাষা ও সুর যতদিন থাকবে
ধরণীর বুকে চলমান চঞ্চল,
ততদিন থাকবে তুমি অম্লান
যুগে যুগের কবি নজরুল।

১,১৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫ টি
সর্বমোট মন্তব্য: ৫৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-৩০ ০৮:০৫:১৪ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

 1. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

  জাতীয় কবি কে নিয়ে তাঁর মৃত্যু দিনে খুব সুন্দর কবিতা। শ্রদ্ধা রইলো এই মহান কবির প্রতি।

 2. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা গুলো ছোট ছোট লাইনে থাকে। সহজেই টানে। অনেক দিন পর আপনাকে পেলাম। অনিয়মিত কেন?

 3. অংকুর মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ!নানা ব্যস্ততায় নিজের মত করে ভাববার অবকাশ পাই না। নিয়মিত হতে চেষ্টা করব।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আজের দিনে আপনার এ কবিতা পেয়ে ভাল লাগল।সুন্দর লেগেছে কবিতা।

 5. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  নজরুল আমার অনুপ্রেরণা, নজরুলকে নিয়ে লেখা অনেক ভালো লাগল

 6. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  নজরুল আমার প্রিয় কবি। ভাল লাগল নজরুলকে নিয়ে কবিতা।

 7. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  নজরুল সকলের
  নজরুল চিরদিনের।

  ধন্যবাদ তাঁকে সশ্রদ্ধ স্মরণ করার জন্যে।

 8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  যুগে যুগে সব প্ৰতিধ্বনি

 9. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  যুগে যুগে সব প্ৰতিদ্দ্বনি

 10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাষা ও সুর যতদিন থাকবে
  ধরণীর বুকে চলমান চঞ্চল,
  ততদিন থাকবে তুমি অম্লান
  যুগে যুগের কবি নজরুল।

  আমার প্রিয় কবিকে নিয়ে লেখা অসম্ভব ভাল লাগল অংকুর । ভাল থাকুন সেযখানেই থাকেন

 11. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  পুরনো লেখা পড়তে এসে ভালো লাগলো … কিন্তু নতুন লেখা পাচ্ছি না কেন ?

 12. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কবি

  সুন্দর লিখনী

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top