Today 15 May 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রমজান মাসে

লিখেছেন: Crown. | তারিখ: ০৪/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1250বার পড়া হয়েছে।


রমজান মাসে সন্ধে বেলা
ভালো লাগে না কিছু
কোনভাবে আলসি আমার
ছাড়তে চায় না পিছু ¡
খাবার দাবার শেষে
পড়তে হয় তেরাবীর নামাজ
রমজান মাসে এটাই আমার
সবচেয়ে বড় কাজ !
নামাজ শেষে বন্ধুরা মিলে
গল্প করে কাটে ঘণ্টা খানেক
বাড়ী ফিরে এসে দেখি
রাত হয়ে যায় অনেক !
ঘুম আসেনা চোখে
ভাবনা আসে মনে
ভাবনা গুলে হারিয়ে যায়
মায়ের ডাক শুনে !
চোখে মুখে হাত কচলিয়ে
খেতে যাই রান্নাঘরে
আপন মনে ছেহরী খাই
ঘণ্টা খানেক ধরে !
খাবার সেরে অল্প সময়
ঘুমোতে যাওয়া যায়
ঘুম থেকে রোজ উঠি
সকাল সাড়ে ন’টায় !

১,২৩৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি ভারতীয় তাই ভারতীয় আদর্শে বিশ্বাসী । ভারত আমার জন্মভূমি তাই এদেশকে সবচেয়ে বেশী ভালবাসি । সারি জাহা সে আচ্ছা ভারত হামারা ।
সর্বমোট পোস্ট: ৪৬ টি
সর্বমোট মন্তব্য: ২৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-১৪ ০৪:৪১:০৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আজ সাড়ে নয়টায় উঠলাম। এমনিতে সাতটায় উঠতেহয়। কবিতা ভাল লাগল

 2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  একটু ঘষামাজা করে লিখলে ছন্দটা আরো শ্রুতিমধুর হতো ।
  তবুও ভালো লাগলো । দু’একটা বানান দেখে নিবেন ।
  শুভকামনা রইলো ।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কিছু বানান দেখে নিন
  লিখা ভালো লাগলো
  শুভ কামনা রইল কবি

 4. Crown. মন্তব্যে বলেছেন:

  আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top