Today 16 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রহস্যময় গুঞ্জন

লিখেছেন: রুবাইয়া নাসরীন মিলি | তারিখ: ২২/০৭/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1059বার পড়া হয়েছে।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক শহর এর নাম তাওস/টাওস । তের দশমিক নয়  (১৩.৯) বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে লোক সংখ্যা ৫৭১৬ জন (  ২০১০ এর পরিসংখ্যান অনুযায়ী ) ।

 

টাওস

 

সীমান্তবর্তী অঙ্গরাজ্যের এই শহরটি ছবির মত সুন্দর । ১৮৪৮ সালের আমেরিকা মেক্সিকো যুদ্ধের পর এই শহরটি মেক্সিকো আমেরিকার কাছে সমর্পণ করে। এই শরহরটি পৃথিবী ব্যাপী আলোচিত হয় এর এক অমিমাংসিত  রহস্যের কারনে।  এই  রহস্যের নাম হল গুঞ্জন ।

53db00e96dec627b14a12152_el-monte-sagrado-taos-taos-new-mexico-104339-4

 

টাওস এর অশিকাংশ অধিবাসী দিগন্ত থেকে ভেসে আসা এক অদ্ভুত গুঞ্জন বা গুন গুন শব্দ শুনতে পায় । মনে হয় জেন দূর থেকে ডিজেল ইঞ্জিন এর শব্দ ভেসে আসছে।

সবচেয়ে মজার ব্যাপার হল খালি কানে এই গুন গুন শব্দ শোনা গেলেও বিভিন্ন শব্দ সনাক্তকরন ডিভাইসে এই শব্দ ধারন করা সম্ভব হয় নাই । ফলে এর রহস্যময়তা  আরও বেড়ে গেছে।

 

tumblr_miholkJylZ1rafd2eo1_500

বিভিন্ন দেশের বিজ্ঞানীরা অনুসন্ধান করেও আজ পর্যন্ত এর সঠিক কারন বের করতে পারে নাই ।  নানাজন বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেবার চেস্টা করলেও কেউ এই শব্দের উৎস নির্ণয়ে সফল হয় নাই ।

TaosHum 2

 

 

এই ঘটনা পৃথিবীর অন্যতম অমিমাংসিত রহস্য হিসাবেই রয়ে গেছে আজ পর্যন্ত যা  কিনা টাওস হাম বা টাওস এর গুন গুন নামেই পরিচিত  ।

 

পরবর্তীতে পৃথিবীর আরও কিছু স্থান এর অধিবাসীরাও এমন গুঞ্জন/গুন গুন এর শব্দ শুনতে পান কিন্তু কোন শব্দেরই উৎস বের করা সম্ভব হয় নাই।

 

6181972.jpg

১,০৪২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি মিলি ,ভাল লাগে বই পড়তে,ঘুরে বেড়াতে আর বন্ধুদের সাথে আড্ডা দিতে ।
সর্বমোট পোস্ট: ৩৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-০৩ ১৫:৫৪:৫০ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  গুঞ্জন শুনতে ইচ্ছে করছে। বাঙালিরা ঠিকই বের করে ফেলতে পারত যদি এদেশে এমন গুঞ্জন কানে আসত

  সুন্দর জিনিস জানানোর জন্য ধন্যবাদ

 2. রুবাইয়া নাসরীন মিলি মন্তব্যে বলেছেন:

  আপনাকেও ধন্যবাদ :-) এদেশে মাইনসের চিল্লাচিল্লিতে আর গুঞ্জন শোনা যেতই না

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  খুব খুব ভালো লাগলো দেখে পড়ে

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  বেশ
  জানলাম

 5. রুবাইয়া নাসরীন মিলি মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ অশেষ

  জানাতে পেরে আনন্দিত 😀

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top