রাজন কাহন
এই লেখাটি ইতিমধ্যে 1462বার পড়া হয়েছে।
রাজন গেল জাগল দেখে
মনের মানবতা,
আজ কালকে দু’দিন থেকে
উল্টে যাবে পাতা !
আসবে নতুন রাজন কথা
মরবে ভিন্নরূপে,
চলবে নতুন আলাপ যথা
ফিরবে কি সে বুকে?
হরহামেশাই মরছে রাজন
পড়ছে না তা চোখে,
এক রাজনে হচ্ছে কূজন
বাংলা-বিশ্বলোকে !
রাজন আছে আশে-পাশে
একটু দেখো চেয়ে,
থাকলে ওরা সুখ-উচ্ছ্বাসে
রাজন যাবে পেয়ে !
ওদের মাঝেই বেঁচে রবে
রাজন সোনার সুখ,
হাসবে যখন নিঠুর ভবে
ওদের রাঙা মুখ !
মরলে জিহাদ, মরলে রাজন
জাগে বিবেক জাতি,
তার আগেতে জাগলে বিবেক
হয় কি এমন ক্ষতি ?
ভাবনা যদি আসতো আগেই
জিহাদ-রাজন কথা,
এক রাজনে হতো কি আর
জাতির মাথাব্যথা ?
১,৪৪৬ বার পড়া হয়েছে
কবিতার প্রতি ভালোলাগা থেকেই আমার লিখার হাতেখড়ি । কবিতার ছন্দ আমাকে ভীষণ টানে । আর তাই কবিতা পড়া কিংবা লিখায় ছন্দ খুঁজে ফিরি প্রতিনিয়ত । সে কারণেই কি না আহসান হাবীব, জীবনানন্দ কিংবা জসীম উদ্দিনের মতো কবিদের লিখা আমাকে একটু বেশিই টানে ! বিরহের কবিতাও ভীষণ ভালো লাগে । লিখাটা অবশ্য আমার শখের একটা অংশ । লিখায় আমি যে খুব একটা পারদর্শী নই সেটা কেউ সরাসরি না বললেও বুঝতে পারি । তাছাড়া আমার শব্দভাণ্ডার কতটা সীমিত তা আমার লিখা পড়লে যে কেউ বুঝতে পারবেন । তবুও নিজের মনের ক্ষুধা নিবারণ করতে লিখে যাই । লিখতে ভালো লাগে । খুব কঠিন করে লিখতে পারিনা । অবশ্য সেরকম চেষ্টাও যে খুব একটা করা হয় তেমনটাও নয় ! অনলাইন ব্লগে লিখায় হাতেখড়ি এই (২০১৫ সাল) ফেব্রুয়ারিতে, নক্ষত্র ব্লগে । (২০১৫ সাল) মার্চে যুক্ত হলাম চলন্তিকায় । অবশ্য ফেসবুকে বছর দুয়েক আগে থেকেই মাঝে-মধ্যে লিখা হয়েছে । বলতে পারেন নগণ্য এক লেখক আমি- যে কি না শুধু নিজের মনের আনন্দের জন্যই লিখে । আর তাই এখনো (০৮-০৩-২০১৫) পর্যন্ত কোন প্রিন্ট মিডিয়াতে আমার লিখা জমা দেইনি কিংবা দেবার চেষ্টাও করিনি । স্বাভাবিকভাবেই, আমার কোন লিখা কোন প্রিন্ট মিডিয়াতে আজ পর্যন্ত ছাপার অক্ষরে মুদ্রিত হবার সুযোগ পায়নি । ইদানিং অবশ্য এ (প্রিন্ট মিডিয়া) ব্যাপারে একটু আগ্রহ জন্মেছে । সম্ভবত নবম শ্রেনিতে প্রথম কবিতা লিখি । এক বড় ভাই দেখে বলল, "তুমি তো খুব ভালো লিখ । তোমার কবিতাটা দিও ! আমি কম্পিউটারে কম্পোজ করে দেব ।" ছাপার অক্ষরে লিখা হবে আমার কবিতা... ভাবতেই আনন্দ লাগছিল ! সেই থেকে মূলত কাগজ-কলমের সাথে যোগাযোগ । নিয়মিত লিখা হয়নি কখনোই । তবে মাঝে-মধ্যে কিছু ভাবনা মনে এমনভাবে উথালপাতাল শুরু করে যে না লিখা পর্যন্ত মনে শান্তি আসে না । না চাইলেও তাই মাঝে মাঝে লিখতেই হয় । ইদানিং অবশ্য কিছুটা সময় দিচ্ছি এক্ষেত্রে । তবুও সেটা মনের ভাবকে গুছিয়ে তোলার জন্য যথেষ্ট নয় । লিখার ব্যাপারে কবি নজরুলের একটি কথা ভীষণ প্রিয় আমার -"বনের পাখির মতো স্বভাব আমার- কারো ভালো লাগলেও গাই, না লাগলেও গাই !" কবিতা লিখার পাশাপাশি খেলাধুলা করা, খেলা দেখা, পত্রিকা পড়া, টিভি দেখা এমনকি ছোটদের সাথে সময় কাটানোও আমার অন্যতম শখ । তবে সবচেয়ে বড় শখ ভ্রমণ ।
প্রত্যন্ত গ্রামাঞ্চলের খুব সাধারণ এক পরিবারের ছেলে আমি । ব্যক্তি হিসেবেও খুব সাধারণ । হিসাববিজ্ঞানে মাস্টার্স (২০১২) শেষ করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করছি । জীবনে তেমন কোন উচ্চাশা নেই । সবাইকে নিয়ে একটু ভালো থাকা... এই তো চাওয়া !
সর্বমোট পোস্ট: ১১৩ টি
সর্বমোট মন্তব্য: ১৯০০ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০৩-০৮ ০৩:০৩:৫৯ মিনিটে

মন্তব্য করুন
মন্তব্য করতে লগিন করুন.
মানবতা এমন ভাবে হারাল কষ্ট লাগে
ছড়া সুন্দর হয়েছে।
হুম, সত্যিই কষ্ট লাগে আপু !
ছড়া কবিতা ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন আপু ।
ছন্দময় সুন্দর
…………………….
ঈদ র শুভেচ্ছা ,,,লিখা ভালো লাগলো
শুভ কামনা থাকবে কবি
আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ সবুজ ভাই ।