রাত্রি শহর
এই লেখাটি ইতিমধ্যে 1352বার পড়া হয়েছে।
সোডিয়াম আলো আর চাঁদের রূপালী নির্যাস
এই রাত্রি শহরে ৪০৫ নম্বরে স্বর্গ নিবাস।
নির্জন পটভূমিতে নির্বাক গল্পের অনবদ্য আসর
একাগ্র চিত্তে শ্রোতার বেশে এই রাত্রি শহর।
চাঁদের বৃষ্টিতে ভেজা বিটুমিনের চওড়া পথ
তবু হঠাৎ নিশাচর গাড়ি গুলো কি যেন করে গীবত।
হর্নের চিৎকারে ক্ষণে ক্ষণে নিরবতার সাময়িক লঙ্ঘন।
অতঃপর পাত্তা না পেয়ে খুঁজে নেয় নিজের সরণ।
এই রাত্রি শহরের অগোচরে নির্জনতার ভিড়ে
যেথায় মজেছিল দুটি প্রাণ সুখের পিরান পরে।
তপ্ত নিঃশ্বাসের ভাপ চুষে নিল শীতল হরমোন
উদ্দীপনার স্পর্শে আড়মোড়া ভেঙ্গে হয়েছিল চনমন।
চোখে মুখে সারা অঙ্গে মহাকাব্যের অনুপম উপমা
ঘামের কালি’তে লিখা প্রেম কাব্যের উদাম সুষমা।
এই রাত্রি শহরের কালো ক্যানভাসে পবিত্র মহাকাব্য।
বাঁধা হয়েছে রঙ্গিন মলাটে এই কাব্যের ভবিতব্য।
ক্লান্ত বিশ্রাম এই রাত্রি শহরের মায়াবী আবহে।
সুখের ঘ্রাণে নাকে গুঁজে হৃদয়ের প্রণয়ী মোহে।
জ্বলজ্বল করে জ্বলছে এক উজ্জ্বল আলোর বিন্দু।
হেরে গেছে এই রাত্রি শহরের কালো মানচিত্রের মহাসিন্ধু…
১,৩৪২ বার পড়া হয়েছে