Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রাত জাগা

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ০৫/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 796বার পড়া হয়েছে।

রাত জাগা
মিলন বনিক

ইদানীং জেগে উঠি,
নিশুতি রাতের নিস্তব্দ আঁধারে,
একটি জোনাকীর আহবানে।
মৃদু স্পর্শ দেয়,
পৃথিবীর সমস্ত কোমলতা দিয়ে
তন্দ্রা বিভোর অলস শরীরে,
ঠিক প্রিয়ার হাতের নরম স্পর্শ যেন,
আলতো ভাবে গতিপথ সৃষ্টি করে,
রূক্ষ এলোমেলো চুলগুলোর ভাঁজে ভাঁজে।
লুকোচুরি খেলে,
মশারীর সীমাবদ্ধ বেষ্টণীর ভিতর,
কখনও হৃদয়ের অনন্ত গভীরে,
অন্তর মেরূর সীমারেখা বরাবর
যেখানে অজস্র ভালোবাসার স্পর্শ জাগায়,
নিশুতি রাতের নিস্তব্দ নীরবতায়।
আমি জেগে থাকি ,
স্বপ্নীল অনুভূতির ব্যর্থ প্রয়াসে,
প্রতিটি মূহুর্তে রাতের নয়ন চুমি।
দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষীণ আশ্বাস,
তাও ভোর রাতের ঝিরঝিরে হাওয়া,
আর একটুকরো মিষ্টি রোদের কাছে
আমার রাত জাগার সুতীব্র বিশ্বাস।

৮৮৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  উফ অনেক সুন্দর কবিতা

  গ্রামেও এখন আর জোনাকি বেশী দেখা যায় না

  অনেক ভাল লাগা রইল

 2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

 3. মাসুম বাদল মন্তব্যে বলেছেন:

  স্মৃতি জাগানিয়া লেখা!

  বেশ ভালো লাগলো…

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ ভাই…

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  রতিটি মূহুর্তে রাতের নয়ন চুমি।
  দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষীণ আশ্বাস,
  তাও ভোর রাতের ঝিরঝিরে হাওয়া,
  আর একটুকরো মিষ্টি রোদের কাছে
  আমার রাত জাগার সুতীব্র বিশ্বাস।
  —————————
  অসাধারণ কবিতা।

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  অনেক ধন্যবাদ।সুন্দর ভাবময় কবিতাঃ
  দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষীণ আশ্বাস,
  তাও ভোর রাতের ঝিরঝিরে হাওয়া,
  আর একটুকরো মিষ্টি রোদের কাছে
  আমার রাত জাগার সুতীব্র বিশ্বাস।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চমত্‍কার লিখেছেন !

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  যেখানে অজস্র ভালোবাসার স্পর্শ জাগায়,
  নিশুতি রাতের নিস্তব্দ নীরবতায়।

  নিস্তব্দ নীরবতায়, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সহিদ ভাই র সাথে সহমত

  ভালো লাগলো পড়ে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top