Today 30 Nov 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রিক্ততার সুচাল ধ্বংশন

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ০১/০৯/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1404বার পড়া হয়েছে।

আজ নিজের কথা বলবো বলেই রাত জেগে থাকা। আমার নামের পাশে যে নাম টা লিখা শারমিন ও আমার বেস্ট ফ্রেন্ড না ও আমার কলিজার টুকরো। ওকে ছাড়া আমি ভাল থাকতে পারিনা। বেশি কিছু না একটু কথা বলতে চাই ওর সাথে শুনতে চাই ওর নিরব কন্ঠটা। ওকে ভালবাসি আমার প্রানে চাইতে বেশি। কথা ছিলো আজীবন সর্ম্পক রাখবে আামার সাথে সেই তুই কেন ভুলে গেলি আমায় একবার কি ভেবেছিস কতটা মিস করি তোকে কতটা নিরবে চোখের জলে ভাসি। আমাকে কস্ট দিয়ে কোন জনমের শোধ নিলি। আমার বেলায় কেন এমন হয় বলতে পারিস। পৃথিবীটা গোলাকার চলতে চলতে যদি কখনো দেখা হয় সে দিন না হয় আমার বন্ধুত্বের মুল্য তোকে বুঝাবো। আজ শুধু এটাই বলব উপর ওলার কাছে আমার চোখের যত ফোটা জল ঝড়ছে তত ফোটা সুখ বয়ে যাক তোর জীবনে। পৃথিবীর সব চেয়ে সুখি মানুষটা তুই হবি। তোর প্রতি কতটা ভালবাসা থাকলে আমি তোকে দেখতে সেই ফরিদপুর ছুটে গিয়েছি চাঁদপুর থেকে আমার প্রতি ভালবাসা না থাকলে তুই বুঝবি না। তারপর বলব ভাল থাক সব সময়। কেন এমন করলি শারমিন। আমি তো তোকে খুব মিস করি। প্রতি রাতে চোখের জলে ভাসি প্রকাশ করতে পারিনাা। তোকে বেস্ট ফ্রেন্ড ভাবা কি আমার ভুল ছিলো? জানি না আমার লেখাটা কোন দিন তোর চোখে পড়বে কিনা বা এমন কেউ পড়বে কিনা যে তোকে চিনে আমায় চিনে অথবা তোর এলাকার। তুই আমার ধরা ছোয়ার বাহিরে এটা কখনও ভাবিস না চাইলেই আমি তোকে দেখতে পাই শুধু তোর কস্ট হবে ভেবে যাই না। পারলে তোর নতুন নাম্বার থেকে এস এম এস করিস এই টুকুই চাই ফ্রেন্ড হিসাবে। আমাকে একটু বুঝ। আমি তোকে ভিষন মিস করি সোনা তুই আমার কি বুঝাতে পারবো না। মিস ইউ।

মুক্তা সারমিন।

১,৩৯০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

২ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  আপনার ভাবনা ভালো

  শুভ কামনা
  শুভ সকাল

  আরো লিখু ন ভাবতে ভাবতে

 2. আলমগীর কবির মন্তব্যে বলেছেন:

  আপনার জন্য শুভ কামনা রইলো।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top