Today 17 Jan 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লং এক্সপোজার ফটোগ্রাফি : লাইট ট্রেইলস

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ১০/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1128বার পড়া হয়েছে।

সাধারণত আমরা যখন ছবি তুলি তখন ক্লিক করার সাথে সাথেই ছবি উঠে যায় আর এভাবে ছবি তুলেই আমরা অভ্যস্ত। তবে কিছু ছবি তোলার সময় ক্যামেরার সাটার অনেকক্ষণ খোলা রেখে ছবি তুলতে হয়। অনেকক্ষণ ধরে সাটার খোলা থাকার জন্য প্রচুর সময় পায় ক্যামেরা ছবির ডিটেইল ধরার। অনেকক্ষণ ধরে ক্যামেরার সাটার খোলা রেখে ছবি তোলার নামই হচ্ছে – “লং এক্সপোজার ফটোগ্রাফি”।

রাতের বেলা চলমান গাড়ির সামনের বা পিছনের লাইটের আলোর ছবি অনেক্ষণ ক্যামেরার সাটার খুলে লং এক্সপোজার ছবি তুলাকে বলে “লাইট ট্রেইলস”।
গত ৮/১০/২০১৪ তারিখে সন্ধার পরে “পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে” তে গিয়ে কয়েকটা “লাইট ট্রেইলস” ছবি তুলার চেষ্টা করেছিলাম, ছবি গুলি তুলেছি সন্ধ্যা ৬ টা থেকে ৬.৩০ এর মধ্যে। এটাই আমার লাইট ট্রেইলস তোলার প্রথম প্রচেষ্টা। কেমন তুলেছি দেখেন।

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

১,০৯৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

৯ টি মন্তব্য

 1. মিলি মন্তব্যে বলেছেন:

  দারুন তুলেছেন তবে ক্যামেরা ধরে রাখা কষ্টকর হাত কাপে মনে হয় পড়ে গেল

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছবি ভাই

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কিভাবে তুলব ছবি বুঝতেই পারতেছি না। খুব সুন্দর

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর ছবি । ভাল লাগল ।

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  চমক পটো জনাব জলদস্যু সাহেব

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর

  মুগ্ধকর

  নাইস

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top