Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার)

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২৯/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1092বার পড়া হয়েছে।

১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভোর ৫টা ৫৫ মিনিটে ঢাকার বাড্ডা থেকে রওনা হয়ে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে পৌছাই সকাল ১০টা ৪৫ মিনিট। মাঝখানে অবশ্য সকালের নাস্তার ব্রেক ছিলো, গাড়ীতে গ্যাস নেয়ার জন্যও থামতে হয়ে ছিলো। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কের প্রবেশদারের এই কয়েকটা দেখুন। রক্তন নামের এই বিশাল বিশাল গাছগুলি আসলেই দেখার মত জিনিস।

১। সাইয়ারা ও বুশরা

 

 

২। রক্তন গাছের মাঝে প্রবেশদার

 

 

৩। আলো ছায়ার খেলা

 

 

৪। সবাই মিলে প্রবেশ

 

 

৫। ফটগ্রাফারের ফট

 

 

৬। মাকড়শার ছবি তুলার চেষ্টা করছে ইস্রাফী।

 

 

৭। প্রবেশ

 

 

৮। প্রবেশদারের শেষে

 

প্রবেশদার শেষে একটু সামনেই আছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন)

১,০৭৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

৬ টি মন্তব্য

  1. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলে, তবে আরও কিছু ব্যতিক্রম ছবি হলে আরও ভালো লাগতো

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    দারুন দারুন সুন্দর

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুনদর ছবিগুলো। ভাল লাগা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top