লিমেরিকঃ ক্ষত
এই লেখাটি ইতিমধ্যে 1052বার পড়া হয়েছে।

হাসপাতালের মর্গে উঠে লাশ নড়ে
ডাক্তার-নার্সের প্রফেশনকে ফাঁস করে
এটাই তবে সেবার ব্রত
মানবতায় দুষ্ট ক্ষত
একেএকে সকল খাতকে গ্রাস করে।
——————————————
পাদটীকাঃ সকল ভালো মনের ডাক্তার- নার্সদের প্রতি শ্রদ্ধা রাখছি।
ছবিঃ ইন্টারনেট
১,০৩২ বার পড়া হয়েছে
ভাল লাগল
হ্যাঁ… কোন খাত আর বাকী রইলো না ভাই…!
খারাপের ভিরে আজ ভাল চেনা দুষ্কর।
আসলেই ভয়ংকর অবস্থা
সুন্দর হইছে লিমেরিক