নোটিশ
লিমেরিকঃ মান-এর মান
এই লেখাটি ইতিমধ্যে 984বার পড়া হয়েছে।
পণ্য ও সেবার মানে আমরা আছি কোনখানে?
ভেজাল খেয়ে, ভেজাল পেয়ে জানে তা প্রাণ জানে।
ঔষধ ও খাদ্যে গরল
সেবাখাতও নয় যে সরল
আল্লাহমালুম কী যে আছে এসব মান-এর মানে।
পাদটীকাঃ পণ্য ও সেবার মান নিশ্চিতকরণে ১৪ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব মান দিবস।
##২০১৪১০১৩(১৩৫)##
৯৬৬ বার পড়া হয়েছে
ভাল একটি বিষয় তুলে এনেছেন । আসলেই প্রতিদিন ভেজাল খেয়ে খেয়ে আমরা দিন দিন এগিয়ে যাচ্ছি নানা রোগের দিকে।
ভেজাল খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন আসলটাকে ভেজাল মনে হয়।
আসলেই আমরা এতো ভেজাল খেয়েছি যে এখন ভালো খেলে অসুস্থ হয়ে পরি।
ভেজাল খেতে খেতে আমাদের মনই ভেজালে ভরে গেছে। সুন্দর বিষয়ে লিখেছেন
অনেক ভাল লাগল।
অসাথারণ লিমেরিক …………ভাল লাগল
নাইস লিখা……….
দারুন কাব্যতা ….মুগ্ধতা জানিয়ে গেলাম
শুভ কামনা রইল