নোটিশ
লিমেরিক: সহজ মানুষ
এই লেখাটি ইতিমধ্যে 1178বার পড়া হয়েছে।
অহঙ্কারে পতন আনে – এটা অনিবার্য
মিথ্যেবাদীর ধ্বংস হবে – তাও নাকি ধার্য!
আজ অহংকারী ক্ষ্যাপাটে
আজ মিথ্যেবাদীও দাপটে
মানুষ, যারা সহজ মানুষ, তারা আজ অকার্য।
মিথ্যেবাদীর ধ্বংস হবে – তাও নাকি ধার্য!
আজ অহংকারী ক্ষ্যাপাটে
আজ মিথ্যেবাদীও দাপটে
মানুষ, যারা সহজ মানুষ, তারা আজ অকার্য।
১,২১৩ বার পড়া হয়েছে
পরিণতি শুভ নয়——- !!
চমৎকার হয়েছে। আমার কবিতায় আমন্ত্রণ।
আজ অহংকারী ক্ষ্যাপাটে
আজ মিথ্যেবাদীও দাপটে
কেউ আসবে, কেউ যাবে
এটাই বিধির লীলা,
অধিকারের নামে কেন,
মানুষ মারার খেলা?
ক্ষমতা নাই, ক্ষমতা চাই
নৈপুণ্যের আবেশ
জনগণের ক্ষমতা চাই
গড়বো সোনার দেশ।
জনগনের অধিকার নাই
স্বত্বের নাইরে রেশ।
অধিকারে, হরতাল দিয়ে
অচল করবো দেশ।
পাটা-পুতায় ঘষাঘষি,
আমরা মরিচ শেষ,
ওরাই আবার গড়বে নাকি
সোনার বাংলাদেশ!
সহজ মানুষ লিমেরিক অনেক ভাল লাগল
lemaric r moughtha ya moughtha @@ nice lekha