লিমেরিক-০3 ও ০4
এই লেখাটি ইতিমধ্যে 1214বার পড়া হয়েছে।
বর্ষাকাল
ব্যাঙ ডাকে ঝিঁঝিঁ ডাকে এখন বর্ষাকাল
যখন তখন বৃষ্টি নামে থৈথৈ জল।
মেঘ ডেকেছে ঈষাণ কোণে,
ভয় ধরেছে মায়ের মনে।
মাছ ধরতে গেছে খোকা ফিরবে কখন বল।
বায়না
খুকি আমার বায়না করে শিখবে নাচা-গানা
ধমক দিয়ে দাদু বলে ধর্মে ওসব মানা।
মিথ্যা বল, ঘুষ খাও,
যৌতুকটা তা নাও।
দ্বৈত নিয়ম চর্চা কেন না আছে মোর জানা।
১,৩৩৫ বার পড়া হয়েছে
আমি আলমগীর কবির , জন্ম 1979 সালের 25 জানুয়ারী , গ্রাম-চাঁদপুর, ডাক-কন্যাদহ, হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞানে এমকম করার পর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এ এমবিএ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি, প্রতিষ্ঠানের নাম ওয়েভ ফাউন্ডেশন। যখন কলেজে পড়তাম তখন থেকেই লেখালেখির খুব ইচ্ছা ছিল কিন্তু আত্ম বিশ্বাসের অভাবে হয়ে উঠেনি। রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প এবং হুমায়ুন আহম্মেদ, সুনীল গঙ্গোপধ্যায়, মানিক বন্দোপধ্যায় সহ বেশ কিছু লেখাকের উপন্যাস পড়তে খুব ভাল লাগে। আগে কবিতা পড়তে ভাল লাগত না তবে এখন ভাল লাগে।
সর্বমোট পোস্ট: ৬১ টি
সর্বমোট মন্তব্য: ৩৪১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ০৯:৩৯:৩৮ মিনিটে
খুব ভালো হয়েছে। অশেষ ধন্যবাদ কবিকে।
আমির ভাই আপনাকেও ধন্যবাদ।
ছোটদের ছড়া–ভাল লাগল।
তাপসকিরণ আপনাকে অনেক ধন্যবাদ।
দ্বৈত নিয়ম চর্চা কেন না আছে মোর জানা।
অশেষ ভাল লাগা
তুষার ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর লেখা।
মিন্টু ভাই ধন্যবাদ।
“দ্বৈত নিয়ম চর্চা কেন না আছে মোর জানা।”এই লাইনটা অনেকবার পড়লাম।মনে গেঁথে গেছে।
দোলন ভাই আপনাকে ধন্যবাদ।
লিমেরিকের শিরোনামগুলো বোল্ড করে দিলে ভালো হয়। প্রথমটিতে অন্ত্যমিল ঠিক হয়নি। পরেরটা ঠিক আছে। শুভেচ্ছা।
প্রথমটিতে অন্ত্যমলের ক্ষেত্রে একটু সমস্যা আছে-সেটা হলো ‘া’। আপনার পরামর্শগুলো মাথায় রাখলাম। সরাসরি প্রশংসা না করে যেভাবে সমালোচনা করেছেন এটাই ঠিক হয়েছে। আপনি এভাবেই মন্তব্য করে যাবেন তাহলে আমি অন্তত খুশ হব। আপনাকে অনেক ধন্যবাদ।
দুটি লিমেরিকের বিষয় অনেক সুন্দর। কিন্তু লিমেরিকের যে দাবী দাওয়া তা পূরণ করতে পারেনি। ছন্দের কাজ আরো ভালো হতে পারতো। দ্বিতীয়টির শেষ লাইনটিতে ছন্দ মিলানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে বুঝা যায়। কিন্তু এতে করে বাক্যের গঠনে সমস্যা তৈরী হয়েছে ও সাধু চলিতের মিশ্রণ ঘটেছে- “দ্বৈত নিয়ম চর্চা কেন না আছে মোর জানা।”
সমালোচনামুলক মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ।হয়তো বা স্পল্প ভাষা জ্ঞানের জন্য দ্বিতীয়টার ক্ষেত্রে সাধু চলিত সমস্যা আমি বুঝতে পারছিনা। নির্দিষ্ট করে বল্লে ভাল হতো। আর অর্থটা কিন্তু মোটামুটি ঠিক আছে। অবশ্যই আরও ভাল করার সুযোগ ছিল।তবে আমি আপনাকে এই ধরনের মন্তব্য করার জন্যই অনুরোধ করব। যেখানে সুনির্দিষ্ট সমালোচনা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর ছড়া
চমৎকার ,খুব ভাল লাগা
চালিয়ে যান
খুব সুন্দর লিমেরিক অনেক ভআল লাগা রইল