Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লেখক তুমি….

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ১২/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1086বার পড়া হয়েছে।

লেখক, তুমি ঘাবরে যেওনা
তুমি হতাশও হয়োনা
তোমাকে কেউ পড়বে না বলে,
তোমাকে কেউ অনুসরন করবেনা বলে,
তুমি বিশ্বাসী হও, হও তুমি দৃঢ়চেতা
দেখো খেয়াল করে
হয়ত তোমার পাশেরই কেউ
তোমারই লেখার মত করে
অতিবাহিত করছে তার জীবন,
চলার পথ, নৈমিত্তিক আচরন
অথবা তার ভালোবাসার বিচরন….

তুমি হেরে যেওনা লেখক
তোমাকে হাল ধরতে হবে
মাতাতে হবে বখে যাওয়া সমাজের তরুনদের
সঠিক পথে নিয়ে আসার মাতাল খেলায়…

লেখক, কেন তুমি ভেঙ্গে যাও অল্পতেই
তোমার যে শক্তি
তা কি কোন ঘূর্ণিঝরের চেয়ে কম…?
তুমিই পারো তোমার ঘূর্ণি যাদুতে
হ্যামিলনের বাশিঁর সুর তুলতে
তুমি পারোই, নতুন একটি সৃষ্টি দেখাতে
বানভাসি তীব্র পানির জোয়ারের মত
বট বৃক্ষের শিকর উপরে ফেলার শক্তি দেখাতে…

লেখক কেন তুমি হতাশ হবে
কেন তুমি কেউ পড়বে না বলে
লেখাকে অবজ্ঞার চোখে দেখবে….
তুমি আবার শুরু করো
হতাশাকে দূরে ঠেলে
তোমার কলমের সেই নুপুর নিক্কনের
চরম পুলকের অবারিত ছ্ন্দ
যাতে দূর হতে পারে
আমাদের সকলের না পাওয়া প্রশ্নগুলোর
উত্তর পাওয়ার পরম আনন্দ…
(সাঈদ চৌধুরী)
ছবি: সংগৃহীত

লেখক, তুমি ঘাবরে যেওনা
তুমি হতাশও হয়োনা
তোমাকে কেউ পড়বে না বলে,
তোমাকে কেউ অনুসরন করবেনা বলে,
তুমি বিশ্বাসী হও, হও তুমি দৃঢ়চেতা
দেখো খেয়াল করে 
হয়ত তোমার পাশেরই কেউ
তোমারই লেখার মত করে
অতিবাহিত করছে তার জীবন,
চলার পথ, নৈমিত্তিক আচরন 
অথবা তার ভালোবাসার বিচরন....

তুমি হেরে যেওনা লেখক 
তোমাকে হাল ধরতে হবে
মাতাতে হবে বখে যাওয়া সমাজের তরুনদের
সঠিক পথে নিয়ে আসার মাতাল খেলায়…

লেখক, কেন তুমি ভেঙ্গে যাও অল্পতেই
তোমার যে শক্তি 
তা কি কোন ঘূর্ণিঝরের চেয়ে কম…?
তুমিই পারো তোমার ঘূর্ণি যাদুতে
হ্যামিলনের বাশিঁর সুর তুলতে
তুমি পারোই, নতুন একটি সৃষ্টি দেখাতে
বানভাসি তীব্র পানির জোয়ারের মত
বট বৃক্ষের শিকর উপরে ফেলার শক্তি দেখাতে…

লেখক কেন তুমি হতাশ হবে
কেন তুমি কেউ পড়বে না বলে 
লেখাকে অবজ্ঞার চোখে দেখবে….
তুমি আবার শুরু করো
হতাশাকে দূরে ঠেলে
তোমার কলমের সেই নুপুর নিক্কনের
চরম পুলকের অবারিত ছ্ন্দ
যাতে দূর হতে পারে 
আমাদের সকলের না পাওয়া প্রশ্নগুলোর
উত্তর পাওয়ার পরম আনন্দ…
(সাঈদ চৌধুরী) 
ছবি: সংগৃহীত

১,০৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  আশা জাগানিয়া….প্রেরণা পেলাম….ভালো লাগলো….

 2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  ঘাবরে— ঘাবড়ে হবে মনে হয় সাঈদ ভাই। ঘাবড়ে না যায়, সত্য প্রকাশ হতে। শুভেচ্ছা নিয়েন।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  লিখে যাও লেখকরা হেরে যেওনা।

  খুব ভাল লাগল।

 4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  রোদ্দুর আপুর সাথে সহমত
  লেখকরা কখনো হারতে জানেনা
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top