Today 03 Oct 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লেখক বন্ধুরা লক্ষ্য করুন

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ০৮/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1811বার পড়া হয়েছে।

প্রিয় লেখক বন্ধুরা

আপনারা জানেন যে আমাদের সাথে একটি প্রতিষ্ঠানের অঙ্গীকার হয়েছে যেদিন চলন্তিকা নিম্নের শর্ত পূরণ করতে পারবে সেদিন থেকে তারা আমাদের মাসিক ভিত্তিতে ৮০ পৃষ্ঠার পেপারব্যাক নিউজপ্রিন্টে ছাপা ম্যাগাজিনের খরচ বহন করবে। আর সেটা চলন্তিকার যে সব লেখক আগের মাসে ৫০০ পয়েন্ট অথবা ১০০ এর অধিক মন্তব্য করবেন, তাদের ঠিকানাতে ফ্রি পাঠানো হবে।

শর্ত ১ / লেখকের সংখ্যা ৩০০০ এর অধিক হতে হবে।

শর্ত ২ / ২০,০০০ এর অধিক লেখা চলন্তিকাতে প্রকাশিত হতে হবে।

শর্ত ৩ / ৭৫,০০০ এর অধিক মন্তব্য থাকতে হবে।

শর্ত ৪ / Alexa ranking এ বাংলাদেশে ১০০০ এর ভিতরে থাকতে হবে।

শর্ত ৫ / উপরের সবগুলো মার্চ’ ১৫ এর ভিতরে অর্জন করতে হবে – ২২ মাসে।

 

আসুন আমরা আমাদের অবস্থানটি দেখি –

অর্জন – ১/ সে হিসাবে আমাদের লেখকের সংখ্যা লেখকের সংখ্যা হওয়া উচিত ছিল ২০৫ জন। আমাদের হয়েছে ১৩৪ জন। ৬৫% অর্জিত হয়েছে।

অর্জন – ২/ সে হিসাবে আমাদের লেখার সংখ্যা হওয়া উচিত ছিল ১৩৬৩ টি। আমাদের ৪৭৪ টি লেখা প্রকাশিত হয়েছে। ৩৫% অর্জিত হয়েছে।

অর্জন – ৩/ সে হিসাবে আমাদের ৫১১৪টি মন্তব্য হওয়া উচিত ছিল। মন্তব্য হয়েছে ২৮৪০ টি। ৫৫% অর্জিত হয়েছে।

অর্জন – ৪/ Alexa ranking এ বাংলাদেশে ৭৫০৬ তম হয়েছে।

 

আমরা বেশ পিছনে পড়ে আছি। আসুন আমরা আগামী এক মাস

১। আমরা নিজ নিজ সকল লেখা ফেসবুকে নিজ নিজ ওয়ালে শেয়ার করি।

২। প্রত্যেকে তার প্রতিটা লেখার লিঙ্ক আমাদের ৫০ জন বন্ধুকে অন্তত ইমেইল করে বলি, “লেখাটি কেমন লাগল জানাবেন।”

 

 

 আমাদের সকলের সম্মিলিত ইচ্ছা ও সহযোগিতায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।  

১,৯৮৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৭৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৫৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-২০ ০৫:০৫:২৮ মিনিটে
Visit ব্যবস্থাপনা সম্পাদক Website.
banner

১৭ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  এ ব্যাপারে আমি চেষ্টায় আছি। আশা করি আমরা সফল হব।

 2. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  আমি এ ব্যাপারে সচেষ্ট থাকব। ইনশাল্লাহ্!!

 3. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

  আমি সচেষ্ট থাকব।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  চেষ্টায় আছি, সফল আমরা হবোই ইনশাল্লাহ

 5. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  উপরে দেখা যাচ্ছে যে লেখার পরিমাণ সবচাইকত কম। তাই আমার অনুরোধ থাকবে যেন প্রথম পেজে পোস্টের পরিমাণ বৃদ্ধি করা হোক। অন্যথায় আমরা পোস্ট রেডি থাকলেও দেয়া নিষেধ বলে দিতে পারি না।

 6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  কাউছার আলম ভাই আমিও আপনার সাথে একমত। আর আপনি একটু বানানের প্রতি খেয়াল রাখবেন। এখানে ‘‘সবচাইকত” হবে না হয়ত বা হবে ‘‘সবচাইতে”। ধন্যবাদ।

 7. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  লেখকের সংখ্যা বাড়লেই, পোস্ট বাড়বে, আর পোস্ট বাড়লেই বেশি বেশি পোস্ট দেওয়া যাবে,

 8. শাহরিয়ার সজিব মন্তব্যে বলেছেন:

  ইনশাল্লাহ আমরা সফল হবো । আপনি এগিয়ে যান আমাদেরকে সাথে নিয়ে ।

 9. সাফাত মোসাফি মন্তব্যে বলেছেন:

  ইনশাআল্লাহ্‌ সাথে আছি

 10. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

  আশা করি সফল হবো ।

 11. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আসুন আমরা লেখকের সংখ্যা বাড়নোর জন্য উদ্যোগ নেয়। বর্তমানে ১৪০ জন লেখক আছে। প্রত্যেকে যদি ৫ জন করে বন্ধুদেরকে আইডি খুলতে সাহায্য করি তাহলে দেখা যাবে ৭০০ জন লেখক হয়ে গেছে। পরে তারা আবার ৫ জনকে সাহায্য করবে। এভাবে চলন্তিকার লেখক সংখ্যা বৃদ্ধি পাবে। লেখক সংখ্যা বৃদ্ধি পেলে পোস্টের সংখ্যাও বৃদ্ধি পাবে। পোস্টের সংখ্যা বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন প্রত্যেকেই বেশী বেশী পোস্ট দিতে পারব। বেশী পোস্ট হলে মন্তব্যের সংখ্যাও বৃদ্ধি পাবে। এভাবে আমরা যদি ধাপে ধাপে এগুতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।

 12. […] সম্পাদক সাহেব সম্পাদকীয় কলামে ‘লেখক বন্ধুরা লক্ষ্য করুন’ শিরোনামে নিম্নের কথাগুলো […]

 13. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চলন্তিকার শুভ কামনা ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top