নোটিশ
লড়ায়
এই লেখাটি ইতিমধ্যে 1379বার পড়া হয়েছে।
লড়ায়
সাপ বেজী বহুদিন
লড়ে লড়ে কুস্তি।
অবশেষে দায় ঠেকে
করে ফেলে দোস্তি।
কেও বলে বেশ বেশ
কেও বলে শেষমেশ
হয় না তো মন্দ
তবে কি
হতে পারে (এ লড়ায়)
একে বারে বন্ধ।
১,৩৫৮ বার পড়া হয়েছে
এই লেখাটি ইতিমধ্যে 1379বার পড়া হয়েছে।
লড়ায়
সাপ বেজী বহুদিন
লড়ে লড়ে কুস্তি।
অবশেষে দায় ঠেকে
করে ফেলে দোস্তি।
কেও বলে বেশ বেশ
কেও বলে শেষমেশ
হয় না তো মন্দ
তবে কি
হতে পারে (এ লড়ায়)
একে বারে বন্ধ।
১,৩৫৮ বার পড়া হয়েছে
তাদের লড়াই জনগনের সামনে আর পেছনে পেছনে ঠিকই বন্ধুত্ব আছে। যত লড়াইয়ের ঝাল সব আমাদের উপরে পরে।
ধন্যবাদ
সমসাময়িক বিষয় নিয়ে ছড়া ! ভালইতো লাগলো । ছড়াকারকে শুভেচ্ছা সতত: ।
ধন্যবাদ আমিন ভাই
ধন্যবাদ
লড়াই হবে ত। লড়াই বন্ধ হবে না কভু। ছড়া বেশ হয়েছে।
ধন্যবাদ
লড়াইয়ে বাঁচা
ভাল লাগল