Today 26 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লড়ায়

লিখেছেন: গোলাম মাওলা আকাশ | তারিখ: ১৫/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1379বার পড়া হয়েছে।

লড়ায়

dfg

সাপ বেজী বহুদিন

লড়ে লড়ে কুস্তি।

অবশেষে দায় ঠেকে

করে ফেলে দোস্তি।

কেও বলে বেশ বেশ

কেও বলে শেষমেশ

হয় না তো মন্দ

তবে কি

হতে পারে (এ লড়ায়)

একে বারে বন্ধ।

১,৩৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ।
সর্বমোট পোস্ট: ১৩৩ টি
সর্বমোট মন্তব্য: ৯৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২২ ১৬:৩০:৪৭ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

    তাদের লড়াই জনগনের সামনে আর পেছনে পেছনে ঠিকই বন্ধুত্ব আছে। যত লড়াইয়ের ঝাল সব আমাদের উপরে পরে।

  2. আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

    সমসাময়িক বিষয় নিয়ে ছড়া ! ভালইতো লাগলো । ছড়াকারকে শুভেচ্ছা সতত: ।

  3. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    লড়াই হবে ত। লড়াই বন্ধ হবে না কভু। ছড়া বেশ হয়েছে।

  5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    লড়াইয়ে বাঁচা
    ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top