Today 28 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শহরের মেয়েদের চেয়ে গ্রামের মেয়েদের চরিত্র অনেক ভালো?

লিখেছেন: আনোয়ার জাহান ঐরি | তারিখ: ২৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1726বার পড়া হয়েছে।

এক যুবকের ধারণা শহরের মেয়েদের চেয়ে গ্রামের মেয়েদের চরিত্র অনেক ভালো।
তাই সে সিধ্দান্ত নিল গ্রামে বিয়ে করবে। করলোও
তাই।নতুন বউ নিয়ে শহরে রিক্সায় যাওয়ার সময় এক জায়গায় এসে দেখলো অনেকগুলি মেয়ে দাড়িয়ে বাজে ইংগিত করছে।
বউ জিগ্যাসা করলো এরা কারা ?
স্বামী বললো, এরা পতিতা, টাকার বিনিময়ে পুরুষেরা এদেরকে ভোগ করে।
স্ত্রী আবার প্রশ্ন করলো, তা কত টাকা পায় এরা?
স্বামী বললো: একশো, দু’শো, পাঁচশো বিভিন্ন রকম রেট আছে।
স্ত্রী আশ্চয হয়ে বললো, এত টাকা! তাহলে তো আমার খালাতো ভাইয়ের কাছে আমি অনেক টাকা পাবো।

১,৮২৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৪ টি
সর্বমোট মন্তব্য: ৮০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০২ ১১:৫৫:৩৪ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

    আহারে বেচারা স্বামী!!

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    কৌতুকটির মধ্যে অশ্লীলতার ইঙ্গিত পেলাম। এখানে শহর ও গ্রামের মেয়েদের চরিত্র নিয়ে বাজে কথা বলা হয়েছে। এ ধরনের কৌতুক প্রকাশ করা উচিত নয়।

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    আহা কত সহজ সরল গ্রামের মেয়ে, কোনো লুকোচাপা নাই,
    আর শহরের মেয়েরা জীবনে ও স্বীকার করবে না,
    বলুন কে ভাল?

    অনক ভাল লাগা ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    অশ্লীলতার জন্য একটু মন খারাপ হল ……

  5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    না, ততটা অশ্লীল বলব না
    বলা যায় একটু রসিকতা করেছেন
    একটু নির্দোষ হুল ফুটানো
    নিজকে নিজেই………..

    আপনা মাংশে হরিণা বৈরী………

  6. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    অশ্লীলতা বর্জিত হলে কৌতুক হিসেবে গ্রহন করা যেত।

  7. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    Vhalo laglo na . . . E dhoroner koutuk grohon joggo nay amar kace . . . . Vhalo kutuk dile vhalo hoto

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাল কথায় অনেক ভালো কিছু লিখা যায়

    ভালো লাগলো
    শুভ কামনা রইল

  9. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    হে হে হে এটা পুড়নো

  10. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    এডাল্ট জোকসটি অনেক আগে শুনেছিলাম
    আবার পড়লাম। ধন্যবাদ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top