শারদীয় শুভেচ্ছা
এই লেখাটি ইতিমধ্যে 1757বার পড়া হয়েছে।

সাদা সাদা মেঘের ভেলায়
যাচ্ছি ভেসে ভেসে
শরৎ আবার এলো ফিরে
প্রিয় বাংলাদেশে।নদীর ধারে কাশের বনে
শরৎ শোভা পায়
রৌদ্র মেঘের লুকোচুরি
আকাশ নীলিমায়।
ঋতু চক্রে শরৎ আসে
আবার ফিরে যায়
সুখ পিয়াসী হৃদয়টাকে
আবেগে ভাসায়।
এসো প্রিয় নীপবনে
যাই হারিয়ে যাই
শুভ্র সাদা শারদীয়
শুভেচ্ছা জানাই।
১,৭০৬ বার পড়া হয়েছে
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। ভালবাসি মা, মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করি না।
প্রকাশিত গ্রন্থঃ জননী ও জন্মভূমি ( ছড়াগ্রন্থ), প্রিয়বন্ধু (উপন্যাস), শেষ বিকেলের কেউ (কাব্যগ্রন্থ)
প্রকাশিতব্য গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ দুঃসময়ের মুখোমুখি/
উপন্যাসঃ স্বপ্নপুরাণ , কাগজের ফুল , ক্রান্তিকাল , নিষিদ্ধ প্রণয় , কামিনী /
কিশোর উপন্যাসঃ অভিযানঃ শ্মশানপুরীর রহস্য , গন্তব্য অচিনপুর/
শিশুতোষ ছড়াগ্রন্থঃ খোকন যাবে চাঁদের দেশে , ফুলের হাসি শিশুর হাসি।।
যা কিছু প্রিয়
-------------
প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)।
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসীম উদদীন।
প্রিয় ছড়াকারঃ সুকুমার রায়।
প্রিয় লেখকঃ হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রিয় জায়গাঃ নিজ গ্রাম।
প্রিয় সংগীতঃ বাউল গান, দেশ গান।
ভালোবাসাঃ আমার মেয়ে মায়িশা সামিহা অরণি ও মাশতুরা সাহিবা অবনী।।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। (লেখক:অজ্ঞাত)।
সর্বমোট পোস্ট: ৮৬ টি
সর্বমোট মন্তব্য: ১২০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৬ ১৭:৪০:৫৪ মিনিটে
সাদা মেঘের ভেলায় চড়ে
যাচ্ছি ভেসে ভেসে
শরৎ আবার এলো ফিরে
প্রিয় বাংলাদেশে।
ভাল.লেগেছে..কবিতা.রব্বানী..ভাই.
শুভেচ্ছা.রইল
শুভকামনা আপনার জন্যেও।।
যাক মন্তব্য করছেন কিছু—– শুধু কপি পেস্ট নয়
আকাশ ভাই, লেখা পড়াটাই আসল।সময় পেলে মন্তব্য করলেই চলবে।ধন্যবাদ জানবেন।শুভকামনা সবসময়।।
খুব সুন্দর ছড়া প্রিয় রব্বান্নী ভাই।
শুভেচ্ছা রলো
ধন্যবাদ প্রিয় পরান ভাই।শুভকামনা…
শরতের শুভেচ্ছা। ছবি ও ছন্দ আর চমৎকার কথামালায় অসাধারন কবি। রইলো প্রানভরা শুভেচ্ছা।
অশেষ ধন্যবাদ প্রিয় ছাইফুল ভাই। আপনার তরেও প্রানভরা শুভেচ্ছা।
হিন্দু ভাইদের শারদীয় শুভেচ্ছা যানাই।
কেন ভাই? শুধু হিন্দু ভাইদের কেন?
অনবদ্য। শরতের শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ প্রিয় রোদের ছায়া আপু।শুভকামনা…
শরত কাল আমার অনেক পছন্দ শরতের আকাশ ভালবাসি
কাশফুল, শিউলীর ঘ্রাণ….. শরতের শেষ প্রান্তে ঘাসের উপর শিশির বিন্দু আহা
আমার দেশ আমার গর্ব আমার অহংকার
খুব সুন্দর লিখেছেন ছড়াটি ভাল লাগায় ভরপুর।
আপনার মন্তব্যে আমার মন ভরে গেল।ভাল থাকুন সবসময়।।
চমৎকার ছড়া…শারদীয় শুভেচ্ছা রব্বানী ভাই…
ধন্যবাদ ভাই।শুভেচ্ছা নিন আপনিও।
Kobita vhalo laglo
ধন্যবাদ