Today 01 Jul 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শারদ-ছায়া

লিখেছেন: ড. মাহফুজ পারভেজ: | তারিখ: ০১/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1003বার পড়া হয়েছে।

[দিগন্তজোড়া পুরো নীলাকাশে শুভ্র মেঘদল আর নীচে কাশের বনের মাতাল হাওয়ায় বাংলাদেশে শরত এসেছে। প্রতুষ্যে ঘাসের ডগায় জমছে টুপটাপ শিশির। প্রদোষে আবির মাখা অস্তাচলে ছোপ ছোপ কুয়াশার বিভ্রম। আগমনীর সুরে আসছে শারদীয় দুর্গোৎসব এবং ঈদুল আযহার অনুষ্ঠানমালা। কানাডার দূর-প্রবাসের বাংলাভাষী স্বজনেরা মেপল পাতা ঝরা দেখে বুকের গভীরে স্মৃতি-সত্ত্বা-স্মরণে যে বাংলাদেশকে প্রতিনিয়ত খুঁজে ফেরে, তাদের জন্য নিবেদিত এই নস্টালজিক কবিতা: ‘শারদ-ছায়া’।]

 

আগমনীর ছোঁয়ায় কেউ একজন অনেক বছর পর

আবার এসেছে শরতের আমন্ত্রণেÑ

ঠিক তখনই বদ্ধ মাতাল রোদের কবি নগর বিবাগী হয়ে

যমুনা চরের সফেদ কাশের বাগানে লীন:

কবি তাঁর ব্যক্তিগত ফ্রেমের কিছুটা মেঘ, স্মৃতি ও বেদনা

মাখিয়ে জানান, ‘যমুনা কিনারে রাঁধা ডাকিছে, কৃষ্ণ হে…’

কালো জল ছলছল অবিরল বিরল বাতাসে

নদী তীরে শরতে শরতে কে আসে? কে?

 

পরমার্থে একজন প্রকৃত কবিই ঠিক চিনতে পারেন

ভালোবাসার রাঁধাকে:

যার শরীরে কাশের পোষাক আর চুলে মেঘমালা

চোখে যমুনার জলভেজা কৃষ্ণের অন্বেষা

 

ও রাঁধা,

নদীতে জলের ছায়ায় ভাসছে

একজন কবি কিংবা কৃষ্ণÑ

যে নামেই ডাকো তাঁকে ঢেউয়ে ঢেউয়ে ফিরে পাবে

প্রেমের সঙ্গীতে…

 

রাঁধা হে,

নদীতে শারদ ছায়ায় ভাসছে তোমার কানাই…

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৩০ সেপ্টেম্বর, রাত ৯টা।

১,১০০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
অধ্যাপক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সর্বমোট পোস্ট: ২০ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৯ ১১:০৬:২৭ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কবিতা খুব ভাল লেগেছে।অনুরোধ থাকলো রাঁধা শব্দের এডিট করে নেবার জন্যে।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  দারুন একটা আধুনিক কবিতা
  সাংঘাতিক সুন্দর
  অনেক ভাল লাগা ।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  কবিতাটি দারুন হয়েছে।

 4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর একটি কবিতা লিখেছেন তো !
  অনেক ভাল লেগেছে ।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  পড়ে অনেক ভালো লাগলো
  বেশ দারুন লীখা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top