Today 01 Dec 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শীতের রাতে

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ১০/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1448বার পড়া হয়েছে।

 

 

শীতের রাতে একা আমি

দু’ চোখে নেই ঘুম

কেউ যদি দিত যেচে 

নরম বুকের একটু উষ্ণ উম্‌;

তার কপোলে দিতাম আমি

সোহাগ আলোর উষ্ণ ভেজা চুম্‌

শীত নিদ্রায় জড়িয়ে তারে

দিতাম আহা  ভালবাসার ঘুম।…

১,৫৬০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

২১ টি মন্তব্য

 1. আরজু মন্তব্যে বলেছেন:

  তাইতো শীতের রাতে কাশেম কবি একা কেন?
  স্পীচলেস আমি।মিসেস কাশেম কোথায়? আমি তারই সন্ধানে।
  আপনার মনোবাসনা তিনি পূরন করতে পারেন।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  শী ইস ইজ অন দা ওয়ে
  বুধবারে এসে পৌছবে।

  ধন্যবাদ।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  তাহলে তো ভালই হল।ধৈর্য ধরে আর একটু সময় অপেক্ষা করুন।অপেক্ষায় মেওয়াটি ফলে যাবে।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 4. ওয়াহিদ উদ্দিন মন্তব্যে বলেছেন:

  রোমান্টিক কবিতা। ভাল লাগল।

 5. ফেরদৌসী বেগম মন্তব্যে বলেছেন:

  আহারে! বেচারা কাশেম ভাইয়ের দেখছি খুব করুন অবস্থা!! ভাবীকে তাড়াতাড়ি খবরটা পৌছে দেওয়া দরকার। কাশেম ভাই, ভাবি আসলে আপনার এই কবিতাটি উপহার দেবেন, ভাবী নির্ঘাত খুশি হয়ে যাবেন। শুভকামনা রইলো, ভাবী যেন সুষ্ঠুভাবে সময় মত পৌছে যান এবং কাশেম ভাইয়েরও একাকিত্বের অবসান হয়।

 6. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  স্বল্প কথায় প্রেমের কবিতা ভাল লেগেছে ।
  তবে ছন্দ ও মাত্রার অভাব আছে । প্রায় আপনি অসাধণ লিখে থাকেন । শুভ কামনা ।

 7. আলমগির সরকার লিটন মন্তব্যে বলেছেন:

  বাহ বাহ বেশ হয়েছে

 8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  আপনার প্রেম দেখি উতরে পড়ছে । কাশেম ভাই ভাবি কই ?

 9. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  হুম…………বুঝলাম।

 10. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  মিষ্টি প্রেমের উষ্ণ বাতাস…চমৎকার….

 11. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ছুট্ট কবিতা কিন্তু ভাল লাগল অত্যন্ত বেশী । শুভ কামনা । ভাল থাকুন ।

 12. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে তাই
  আপনাকে ও শুভেচ্ছা কবি,

  অনেক ধন্যবাদ।

 13. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  বাহ্ বাহ্ কি সুন্দর ছড়া । কি সুন্দর আবেদন । শুভেচ্ছা কবিকে ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top