শূণ্য বক্ষপিঞ্জর
এই লেখাটি ইতিমধ্যে 1078বার পড়া হয়েছে।
না যাইনি ওমন আলোয় যেথা –
হিজলের ছায়ায়, রোদের নরম ছোঁয়ায় জেগে উঠে আত্মা ;
হৃদয়হীনতার ছবি এঁকেছি বহু নষ্ট রঙে,
তাই বুঝি প্রেম আর মায়ার রুহু বিদায় নিল
অকারণে !
হৃদয়ের মুখ আমি দেখিনি কভু,
তার যাতনা সয়েছি শুধু ;
একদিন সীমানা কেটে প্রবেশ দেহদেশে,
হইহই করে উঠে সৈন্য-সিপাহী, শিরা-ধমনী,
লাল টিয়ার সেলের ধোয়া পেড়িয়ে দেখি,
শূণ্য গহ্বর আমার বক্ষপিঞ্জরে ।
১,১০৭ বার পড়া হয়েছে
নিজেকে নিয়ে বলার মতোন কোন অবস্থানে এখনও পৌঁছাতে পারিনি, পড়াশোনা করছি ।
আমি মোটেও লেখক নই । সাহিত্যের একনিষ্ঠ পাঠক শুধু । লেখালেখির নিয়ম-নীতি সম্পর্কে একদম অজ্ঞ ।
কিশোর বয়সের প্রথম প্রহর থেকে ডায়রির সাথে সখ্যতা । সেই আমার অব-লেখনের সূচনা । গুছিয়ে কথা বলতে পারি না, তাই মনের মধ্যে অনেক কথাই অনুচ্চারিত থেকে যায় । সেগুলো প্রকাশের তাড়না থেকেই, শুধুমাত্র নিজের জন্য লেখি । এজন্যই আমার লেখাগুলোও বড্ড স্বার্থপর ।
অনেকটা সময় পর্যন্ত সব লেখা শুধু ডায়রিতেই আবদ্ধ ছিল । চলন্তিকায় যাত্রা শুরুর আগ পর্যন্ত, আমার লেখার একমাত্র পাঠক ছিলাম - আমি । হঠাত্ই অর্বাচীনের মত চলন্তিকায় একটা লেখা পোষ্ট করা, আর সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমার চরম দুঃসাহসী হয়ে উঠা । তাই যে কোন দোষ-ত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো
সর্বমোট পোস্ট: ৩৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৪ ০৫:৫৩:৫৩ মিনিটে
চমৎকার মৌনী
অনেক ভাল লাগা সহ শুভেচ্ছা।
অনেক ধন্যবাদ
একদিন সীমানা কেটে প্রবেশ দেহদেশে,
হইহই করে উঠে সৈন্য-সিপাহী, শিরা-ধমনী,
লাল টিয়ার সেলের ধোয়া পেড়িয়ে দেখি,
শূণ্য গহ্বর আমার বক্ষপিঞ্জরে ।——— ওয়াও দুর্দান্ত কবিতা ! দেহ তত্ত্বের এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও শুভ কামনা কবির প্রতি।
অশেষ কৃতগ্যতা এবং আপনার জন্যও শুভ কামনা
না যাইনি ওমন আলোয় যেথা –
হিজলের ছায়ায়, রোদের নরম ছোঁয়ায় জেগে উঠে আত্মা ;
হৃদয়হীনতার ছবি এঁকেছি বহু নষ্ট রঙে,
তাই বুঝি প্রেম আর মায়ার রুহু বিদায় নিল
অকারণে !
মৌনী তোমার কবিতা অনেক ভালবাসা নিয়ে পড়ি যদিও তোমার ভাষা বোঝা আমার জন্য একটু কঠিন।তাছাড়া আমি ঠিক কবিতা পাবলিক না।আমার জন্য এটা গ্রেট তোমার লেখা যখন চলন্তিকার পেজে দেখি আমি ভালবাসি পড়তে বুঝি আর না বুঝি।অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকল তোমার জন্য।ভাল থাকবে।
আপু আপনি আমার লেখার যে মুল্যায়ন করেন তা আমাকে অনুপ্রাণিত করে । আপনি একজন সচেতন পাঠক, তাই আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি আমি ।
অশেষ ধন্যবাদ আপুকে
সুন্দর লেখা।
“হৃদয়ের মুখ আমি দেখিনি কভু,
তার যাতনা সয়েছি শুধু ;”
গভীর বোধের কবিতা। বেশ ভাল লাগল।
শুভেচ্ছা কবিকে।
বুলবুল ভাই র সাথে সহমত
দারুন সুন্দর লিখনী আপনার