শূন্যতারই জয় হলো
এই লেখাটি ইতিমধ্যে 1074বার পড়া হয়েছে।
তুমি নিখুঁত হংসমিথুন
আমি নিপুণ তন্তুবায়
অচিন সুরের ছন্দ তুলি
প্রীত রাগের গীত সাজাই।
সেই সুরে মোর রিক্ত দুপুর
গোপন মনের আয়নাতে
বাঁধ দিয়েছি সুর সেঁধেছি
চিত্ত হরা ভাবনাতে।
দূর নীলিমায় সুর উঠে না
মন উদাসী এই রাতে
হৃদয় খেয়ার নেই তরণী
দিতে পাড়ি প্রেম নদে।
আর্দ্র হৃদয় পীত হলো মোর
সিক্ত নয়ন ঘুম গেলো
স্বপ্নহারা নিঘুম রাতে
শূন্যতারই জয় হলো।
১,০৬২ বার পড়া হয়েছে
কৈফিয়ত -
তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত।
রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ।
যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে

মন্তব্য করুন
মন্তব্য করতে লগিন করুন.
কবিতাটি ভাল লাগলো । তবে অন্ত মিলের কবিতা সত্যেও সকল ক্ষেত্রে অন্ত মিলের প্রতি খেয়াল রাখা হয়নি । তা ছাড়াও মাত্রা বিভ্রাট আছে । সব দিক খেয়াল রেখে লিখলে লেখা সার্থক হবে । শুভেচ্ছা রইল । ভাল থাকুন সতত ।
গঠনমূলক পরামর্শের জন্য ধন্যবাদ কবি।
বস্তুতঃ আমি কোন প্রশিক্ষিত লেখিয়ে নই, নিয়ম-কানুনও তেমন জানি না।
সবার দেখাদেখি একটু লিখে অভ্যাস করছি মাত্র। ছন্দে ও কানে যা শুনতে ভাল লাগে তা ই
নির্দ্বিধায় জুড়ে দিচ্ছি। ক্রমে হয় তো নিয়ম-কানুনও শিখে নেবো; এখন তো একটু চর্চা করি!
ভাল থাকুন, শুভেচ্ছা নিন।
ভালো লাগলো কবিতা
ভাল থাকুন কবি, শুভেচ্ছা নিন।
খুব সুন্দর হইছে
আপনার প্রণোদায়ী মন্তব্যে প্রীত হলাম কবি।
শুভেচ্ছা জানবেন।
সব সময় শূণ্যতারই জয় হয়, পূর্ণতাকে জয় করতে জয়ে শূণ্যতাই বারবার ঘিরে রাখে।
সুন্দর মন্তব্যে প্রাণীত হলাম।
ভাল থাকুন, শুভেচ্ছা নিন।