Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শেষ পত্র

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৭/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1197বার পড়া হয়েছে।

তুমি শেষ পত্রে কহিছ আকুল স্বরে
কভু দূরে যেওনা ভুলনা মোরে
তোমার বক্ষ পূর্ণ প্রেম শুধু মোর
তুমি আমি যুগলে একটি অন্তর ।

আমি তোমার একমাত্র বিশ্বাস
বিশুদ্ধ অক্সিজেন তোমার নিঃশ্বাস
না হেরিলে মোরে আধা দণ্ড
হৃদয় ভেঙ্গে হয় লন্ডভন্ড ।

পাশে না রহিলে হারাম নিদ্রা আহার
মন হয় উদাসী আমার লভিবার
রক্তে লিখন এ পত্রে যাঞ্চা করিছ তুমি
সুখে দুঃখে সারাক্ষণ থাকি যেন আমি ।

আমি আজও আছি সেদিনও ছিলাম
তোমায় কেন পাশে না পেলাম ?
মধু লুটছে তোমার অন্য ভ্রমর
পুলকিত চিত্তে করিছ তার ঘর ।

তুমি গড়িলে তুমি ভাঙ্গিলে মোরে করিলে নিঃস্ব
সমূখে দেখালে তুমি এ কেমন দৃশ্য ?
আরও হেরিতে চাই পুড়িতে চাই তোমার অনলে
আমিও রচিব ইতিহাস পত্র নেত্র জলে ।

তুমি ভাল নাকি বেঈমান ? কহিব না সে কথা
হতেও পারে ভ্রান্ত ,সঠিক জানে বিধাতা ।

১,২৫৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ঠিকই তো, সঠিক জানে বিধাতা । ভালো লিখেছেন । ধণ্যবাদ সুন্দর কবিতার জন্য । ভালো থাকুন ।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আহারে… এমন ভালবাসা কেন হয়… ছেড়ে যেতে হয়। আসলেই সব কিছুই বিধাতা জানেন।
  কবিতা সুন্দর হইছে

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শেষ পত্র দিয়ে কি প্রেম শেষ করে দিলেন?

 4. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  আমি আজও আছি সেদিনও ছিলাম
  তোমায় কেন পাশে না পেলাম ?
  মধু লুটছে তোমার অন্য ভ্রমর
  পুলকিত চিত্তে করিছ তার ঘর ।

  চমত্‍কার !

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top