Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শ্রাবণের বারিধারা

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ১৮/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 970বার পড়া হয়েছে।

BORSA2

বাদল দিনে মেঘলা আকাশ
বৃষ্টি শুধুই বৃষ্টি
হালকা হাওয়াই প্রকৃতির
একি হলো সৃষ্টি।
রিমঝিম রিমঝিম
শ্রাবণের বারিধারা,
নেই রাত নেই দিন
আনন্দে হই আত্মহারা।
খালে বিলে অথৈ জলে
মাঠ ঘাঠ থৈ থৈ
ঝিলের জলে শেওলা দেখে
খুকুরা করে হৈ চৈ।
আনন্দে যে মন মেতেছে
আষাঢ় শ্রাবন বান ডেকেছে।
হৃদয় আমার নাচছে যেন
হালকা মেঘের আনাগোনায়,
আনন্দে তাই হৃদয় হারায়
শ্রাবণের এই বারিধারায়।

 

১,০৩৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল।

 2. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

  এই বর্ষায় কদম ফুলের শুভেচ্ছা।

 3. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

  এই বর্ষায় ফুলের শুভেচ্ছা।

 4. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  শ্রাবণের বারিধারা বেশ লেগেছে। নিয়মিত লিখবেন।

 5. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল। নিয়মিত লিখবেন।

 6. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “খালে বিলে অথৈ জলে
  মাঠ ঘাঠ থৈ থৈ
  ঝিলের জলে শেওলা দেখে
  খুকুরা করে হৈ চৈ।”
  সুকোমল ভাবের প্রকাশ।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  বাহ্ চমত্‍কার লিখেছেন !
  অসংখ্য ভাল লাগা জানালাম । এগিয়ে যান ।
  ভাল থাকবেন প্রত্যাশা রইল ।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো পড়ে

  বেশ সুন্দর আর একটু কাব্যতা হলে মনে হয় ভালো লাগলো কবি
  থাকলো শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top