Today 19 Jun 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শ্রাবণ আছে শ্রাবণ নেই

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৬/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 734বার পড়া হয়েছে।

শ্রাবণ ঝরে পড়েছে কাল অকাল গোধূলি বেলায়
তবু
আজ সারাদিন থেমে নেই
আসমানির সুখের বিলাপ
থেকে থেকে ক্ষণে ক্ষণে কামিনী নৈঃশব্দ
কখনও কুকুর-বিড়ালের মত
কখনও কচ্ছবের মত বড় আয়েশি ঢংঙে
ভেসে চলেছে দিন রাত
নর্দমার শুঁক কীট
পথের বুকের উপর অমনি জন্ম নেওয়া জারজ পথ
সেই সাথে জেগে ঊঠছে মৃত কলনাদী
ফুলে ফেঁপে টুইটুম্বর পলেস্তরা
ষোড়শী তরুণীর মত
উজান গায়ের বিষ পোড়ার মত
কাল কেউটের বাহারি ফণার মত
এই অকাল বার্ধক্যে
এই চোর-পুলিশ খেলায়
দেখা নেই দিবাকর ব্যাটার
অলস ভুঁইপুর কালকেতু সময়
স্মৃতির জানলায় কালশিটে তুমি
তবু
আমি হাতড়ে যাই
শুধুই হাতড়ে যাই —
একবার মনে হয় শ্রাবণ আছে
আরেক বার মনে হয় শ্রাবণ নেই
ঠিক যেন তুমি
কেবলই তুমি!!

৭২০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  উপমা সাজানো আরো প্রাণবন্ত হলে আরো সুন্দর কবিতা পেতাম ।
  ভাল লাগল ভাবনাটি ।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ । আরশিতে দেখি ঐ মুখ !

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।

 4. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

  শ্রাবনের আকাশে সাদা সাদা মেঘ গুলো।প্রকৃতির অন্যরকম সাজ।
  আপনার ভাবনয় এ এক অন্য রকম শ্রাবন পেলাম।শুভেচ্ছা অবিরত।

 5. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ ছাইফুল ভাই।

 6. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

  এই আছে এই নাই
  কবিমনের এই যে হাহাকার– তা কবিকে তাড়িত করে নতুন কোনো ভাবনা সাজানোর।

  সুন্দর লেখায় ভালোবাসা রলো…

 7. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ পরান ভাই।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  শ্রাবণ আছে আছে
  আসবে আসবে

  খুব সুন্দর লিখেছেন
  শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top