Today 28 Jul 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ষষ্টকে – ১

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ০৭/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1252বার পড়া হয়েছে।

2000px-Six_degrees_of_separation.svg

(১) সুগন্ধ সহে না তাই

অর্ধ শত বছর কেটে গেলো যার উপরে উপরে
কি লাভ যেয়ে আর অত দূর অন্ধকার গভীরে
অতি দূর অন্ধকারে কি জানি কি সাপ জোক থাকে
বিতর্কে বর্জ্যে দূর্গন্ধ ছড়ায় মেকি সভ্যতার ফাঁকে
দায়ী তবু সেই গন্ধ বণিক যে বেচে সু-গন্ধ মোড়ে
সুগন্ধ সহে না উন্মাদে তাই সোহাগের ঢিল ছুঁড়ে।

(২) বাতাসে ছিটালে থুথু

অনেকটা পথ তো হেটেছি আমরা হাত ধরে একটা দিন
ভিন্ন পথে এসে ও মিলনের মোড়ে বেজে উঠে অদৃশ্য বীণ
পথ চলতে পথে অলিতে গলিতে হয়ে যায় কত কিছু দেখা
নেশা নয়, পেশা নয় তবু যে মনের শখে ছাই-পাশ লেখা
ভিন্ন মত, পথ ঘাট, অলি গলি জোড়া তালি একই শহর
বাতাসে ছিটালে থুথু উড়ে এসে জুড়ে পরে গায়ের উপর।

(৩) মহৎ বন্ধু সে যে

ক্ষমা করে দাও বলে বাড়ায় যে সোহাগের হাত
অতি মহৎ বন্ধু সে যে দিক না যতই আঘাত
আঘাত গুলো হয়ে যায় সাত রঙা সুগন্ধী ফুল
ঘুচিয়ে দেয় দুঃখ বেদনা আর যত মনের ভুল
ভুল গুলো ফুল হয়ে ফুটে উঠে বেদনার আয়নায়
মনটা নেচে উঠে শান্তির সুখদ অদৃশ্য বাজনায়।
==============================

১,২৩৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

২ টি মন্তব্য

 1. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

  কাশেম ভাই ছবিটা তো বেশ চমৎকার ভিন্নধরনের।
  কবিতাটি ও ব্যাতিক্রমী।

  অনেক ভাল লাগা কবিতায় বড় ভ্রাতা ।শুভেচ্ছা রইল।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Thank you dear Sister
  All my best wishes………..

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top