Today 02 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সংঘসাথী

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ০৪/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 809বার পড়া হয়েছে।

মোরা শান্তির পায়রা
মোরা প্রগতির সৈনিক।
মোরা সাম্যের জয়গান গাইবো
সত্যের পথে মোরা নির্ভীক।

মোরা খুশীর পরশ ছড়াবো
অন্যায় যত পায়ে দলে,
মোরা সুন্দর জীবন গড়বো
দাড়াবো ঐক্যের ছায়াতলে।

যেথায় থাকবে না কোন ভয়
চলবো মোরা চলবো,
পূর্ব দিগন্তে উঠবে রবি
জয় করবো মোরা করবো।

ক্লান্তি যদি আসে কভূ
নীল আকাশে ছড়াবো হাসি,
সবুজ ঘাসের শ্যামল ছায়ায়
বিলিয়ে দেবো দুঃখ রাশি।

যেমনি করে ফুটবে পলাশ
ডাকবে আবার গানের পাখি,
তেমনি করে গড়বো মোরা
আমাদের এই সংঘসাথী।

পশ্চিম গুজরা/১-৮-৯১ইং।

৮৭৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  ভাল লেগেছে কবিতা।গঠন মূলক লেখা–সুন্দর।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  ভাল কাবিতা
  ভাল লাগলো

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মোরা শান্তির পায়রা
  মোরা প্রগতির সৈনিক।
  মোরা সাম্যের জয়গান গাইবো
  সত্যের পথে মোরা নির্ভীক।
  —————————-
  সুন্দর কবিতা।

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন , আসলে এমন একটি নির্মল সোনার বাংলা চাই।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top