Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সংসার ভাল লাগে না

লিখেছেন: হামি্দ | তারিখ: ০৯/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1227বার পড়া হয়েছে।

আউলা আমার মনটা এমন
সংসার ভাল লাগে না
গৃহ বন্দী বাউলা আমি
মন যে গৃহে টিকে না।

এসংসারে সবকিছু ভাই
টাকার মাপে হয়
বলবে তুমি ভালবাসা
সেও বাকী নয়।

টাকায় আমার মনগলে না
ভালবাসা চাই
এমন আজব ভালবাস
কোথায় বল পাই।

১,২৮৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা/ জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে................. খেলা ভাঙার অপেক্ষায় এই আমি এক অদক্ষ খেলোয়ার ............
সর্বমোট পোস্ট: ৫০ টি
সর্বমোট মন্তব্য: ২২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-২৯ ০৯:২৩:৫৯ মিনিটে
banner

কোন মন্তব্য নেই

  1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আউলা আমার মনটা এমন
    সংসার ভাল লাগে না
    গৃহ বন্দী বাউলা আমি
    মন যে গৃহে টিকে না।

    আহারে সংসার কি কার ও ভাল লাগে।ভাল লাগাতে হয়।সব মানুষের মধ্যে গৃহী রুপের সাথের একটা বৈরাগী মন ও বাস করে।আর কবি সাহিত্যিকরা তো আরও বেশী বাউল স্বভাবের।

    অনেক চমৎকার কবিতা লিখেছেন।ধন্যবাদ এবং শুভকামনা থাকল অসংখ্য অসংখ্য।ভাল থাকবেন।

  2. হামি্দ মন্তব্যে বলেছেন:

    “আহারে সংসার কি কার ও ভাল লাগে।ভাল লাগাতে হয়।সব মানুষের মধ্যে গৃহী রুপের সাথের একটা বৈরাগী মন ও বাস করে।আর কবি সাহিত্যিকরা তো আরও বেশী বাউল স্বভাবের।”

    সত্যি অনেক চমৎকার বলেছেন । অনেক ধন্যবাদ আর শুভকামনা সবসময় …………………..

  3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ঠিক জায়গায় ধরা খেলে
    সবই ঠিক হয়ে যাবে ভাই

    খুব সুন্দর হয়েছে।

  4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    এসংসারে সবকিছু ভাই
    টাকার মাপে হয়
    বলবে তুমি ভালবাসা
    সেও বাকী নয়।
    ============== এক্কেবারে সত্য কথা দিয়ে সাজানো কবিতা। অনেক ভালো লাগায় পরিপূর্ণ হয়ে থাকবে।

  5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ছড়া ভাল লেগেছে।

  6. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    কবির এই অকাল বৈরাগ্যের কারণ কী ? কবিতা ভাল লেগেছে ।

  7. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

    ভাই,সংসার ছাড়ার ইচ্ছে হলে আমাকেও সঙ্গে নিয়েন।

  8. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    চলনা ভাই
    তোমায় নিয়ে ফকিরান্তে যাই…..

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top