Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সবাইকে ২০১৪ নতুন বছরের শুভেচ্ছা

লিখেছেন: হামি্দ | তারিখ: ০১/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1747বার পড়া হয়েছে।

দেশর একজন নাগরিক হিসেব নববর্ষে আমার একটি স্বপ্ন আছে। আর সেটি হলো নতুন বছরে দেশের সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতা নিজেদের মধ্যে মুখ দেখাদেখি এবং কথা বলাবলি শুরু করবেন। দেশের ভালো কীভাবে করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলবেন। দেশের মানুষ যে ভালবাসা তাদেরকে দিয়েছে তা কিছুটা ফিরিয়ে দিতে তারা কাজ শুরু করবেন। যেহেতু এখন্ও সংসদ বহাল আছে তাই সংসদ ভবনের নিজ নিজ অফিসে তাঁরা বসতে পারেন। তখন নিজেদের মধ্যে দেখা হবে। কথা হবে। একে অন্যকে নিজ হাতে নতুন বছরের শুভেচ্ছা কার্ড উপহার দিবেন। নতুন বছরের শুরুর দিনটা মানুষ সুন্দরভাবে উদযাপন করবে। সকল জট খুলতে শুরু করবে। জানি এস্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

 

১,৭৯৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা/ জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে................. খেলা ভাঙার অপেক্ষায় এই আমি এক অদক্ষ খেলোয়ার ............
সর্বমোট পোস্ট: ৫০ টি
সর্বমোট মন্তব্য: ২২৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-২৯ ০৯:২৩:৫৯ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কিছুই হবে না । সবই গুরে বালি

    ধন্যবাদ এবং শুভেচ্ছা

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    স্বপ্ন দেখে যান। উপর অলা যদি তাদের উপর রহমত নাযিল না করেন তাহলে কিছুই হবে না। আপনাকে নববর্ষের শুভেচ্ছা।

  3. আরজু মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ হামিদ ভাই নুতুন বছরের প্রথম দিনে চলন্তিকার সামনে বসে পেলাম আপনার এই চমৎকার পজিটিভ মেসেজ।হ্যা আমরা এই আশা নিয়ে আছি।খুব সাধারন ছোট পদক্ষেপ তাদের জন্য।দেশ জাতি জনগন আমাদের সবার কথা মনে করে তারা আশা করছি এই পদক্ষেপ নিবেন।

    আপনাকে আবার ধন্যবাদ এই লেখার জন্য।নুতুন বছরের শুভেচ্ছা।

  4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    আপনাকেও নব বর্ষের শুভেচ্ছা । দোয়া করি আপনার ইচ্ছে পুরণ হোক । ভাল থাকুন ।

  5. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    শুভ নববর্ষ হামিদ ভাই।

  6. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    শুভ নব বর্ষ
    শুভ কামনা।

  7. হামি্দ মন্তব্যে বলেছেন:

    আপনাকেও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top