নোটিশ
সবাইকে ২০১৪ নতুন বছরের শুভেচ্ছা
এই লেখাটি ইতিমধ্যে 1747বার পড়া হয়েছে।
দেশর একজন নাগরিক হিসেব নববর্ষে আমার একটি স্বপ্ন আছে। আর সেটি হলো নতুন বছরে দেশের সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতা নিজেদের মধ্যে মুখ দেখাদেখি এবং কথা বলাবলি শুরু করবেন। দেশের ভালো কীভাবে করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলবেন। দেশের মানুষ যে ভালবাসা তাদেরকে দিয়েছে তা কিছুটা ফিরিয়ে দিতে তারা কাজ শুরু করবেন। যেহেতু এখন্ও সংসদ বহাল আছে তাই সংসদ ভবনের নিজ নিজ অফিসে তাঁরা বসতে পারেন। তখন নিজেদের মধ্যে দেখা হবে। কথা হবে। একে অন্যকে নিজ হাতে নতুন বছরের শুভেচ্ছা কার্ড উপহার দিবেন। নতুন বছরের শুরুর দিনটা মানুষ সুন্দরভাবে উদযাপন করবে। সকল জট খুলতে শুরু করবে। জানি এস্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
সবাইকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
১,৭৯৭ বার পড়া হয়েছে
কিছুই হবে না । সবই গুরে বালি
ধন্যবাদ এবং শুভেচ্ছা
আপনাকে আবারও নতুন বছরের শুভেচ্ছা
স্বপ্ন দেখে যান। উপর অলা যদি তাদের উপর রহমত নাযিল না করেন তাহলে কিছুই হবে না। আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
আপনাকে আবারও নতুন বছরের শুভেচ্ছা
জীবন ফুরিয়ে গেল আশা পুরণ হল না। আপনাকে আবারও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা
ধন্যবাদ হামিদ ভাই নুতুন বছরের প্রথম দিনে চলন্তিকার সামনে বসে পেলাম আপনার এই চমৎকার পজিটিভ মেসেজ।হ্যা আমরা এই আশা নিয়ে আছি।খুব সাধারন ছোট পদক্ষেপ তাদের জন্য।দেশ জাতি জনগন আমাদের সবার কথা মনে করে তারা আশা করছি এই পদক্ষেপ নিবেন।
আপনাকে আবার ধন্যবাদ এই লেখার জন্য।নুতুন বছরের শুভেচ্ছা।
জীবন ফুরিয়ে গেল আশা পুরণ হল না। আপনাকে আবারও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা
আপনাকেও নব বর্ষের শুভেচ্ছা । দোয়া করি আপনার ইচ্ছে পুরণ হোক । ভাল থাকুন ।
জীবন ফুরিয়ে গেল আশা পুরণ হল না। আপনাকে আবারও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা
শুভ নববর্ষ হামিদ ভাই।
আপনাকে আবারও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা
শুভ নব বর্ষ
শুভ কামনা।
আপনাকেও ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা