Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“সম্পর্কের মাপকাঠি”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৮/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1222বার পড়া হয়েছে।

প্রেমপ্রীতি;ভালবাসা হৃদয়ের বন্ধন,
গলায় গলায় ভাব কত বন্ধু সুজন।
কপর্দকশূন্য হলে বুঝিবে তখন-
কে তোমার পর কে তোমার আপন?
বসন্তের শাখায় শাখায় তরতাজা ফুল,
ঐ ফুলেই যত আকর্ষণের মূল।
বসন্তের শেষ আসে শুষ্কতা,
বুঝিবে তখন কাহার সনে ছিল সখ্যতা?
ভালবাসার মেকি প্রলেপ মুখে মাখা যার,
অভাবে ঘামের ধারায় সব খসে যায় তার।

নহে পিরিতি;নহে আত্মীয়তা,
অর্থের মাপকাঠি;সম্পর্কের যথার্থতা।
সম্পদের পাল্লায় মেপে করি কদমবুছি,
সম্পদের পাল্লা হালকা হলে নাহি তোমায় পুছি।
সুসময়ে সুগন্ধি লাগে তোমার গতরের গন্ধ,
তোমার দুঃসময়ে হাসিও লাগে মন্দ।

শিক্ষা-সততা নহে আর সম্মানের মাপকাঠি।

তোমার ধনদৌলতের গুণে তোমার পা চাটি।
এমন পাল্লাতেই এখন সম্পর্কের ভার,
বাকি সব ঠুনকো বাকি সব অসার।

১,২৯১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাব ছন্দের কবিতা।ভাল লেগেছে।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  নহে পিরিতি;নহে আত্মীয়তা,
  অর্থের মাপকাঠি;সম্পর্কের যথার্থতা।
  সম্পদের পাল্লায় মেপে করি কদমবুছি,
  সম্পদের পাল্লা হালকা হলে নাহি তোমায় পুছি।
  ছন্দময় কবিতাটি বেশ ভাল লেগেছে

 3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  নহে পিরিতি;নহে আত্মীয়তা,
  অর্থের মাপকাঠি;সম্পর্কের যথার্থতা।
  সম্পদের পাল্লায় মেপে করি কদমবুছি,
  সম্পদের পাল্লা হালকা হলে নাহি তোমায় পুছি।
  সুসময়ে সুগন্ধি লাগে তোমার গতরের গন্ধ,
  তোমার দুঃসময়ে হাসিও লাগে মন্দ।
  ভাল লেগেছে ।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  প্রেমপ্রীতি;ভালবাসা হৃদয়ের বন্ধন,
  গলায় গলায় ভাব কত বন্ধু সুজন।
  ————————
  অনেক ভাল হয়েছে

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  মানুষের সম্প্ররক্টআ কেমন জানি

  লেখা ভাল লেগেছে

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর বলেছেন কবি –
  নহে পিরিতি;নহে আত্মীয়তা,
  অর্থের মাপকাঠি;সম্পর্কের যথার্থতা।….

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  দারুন লিখা
  আপনার

  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top