নোটিশ
সম্পাদক সমীপে
এই লেখাটি ইতিমধ্যে 1204বার পড়া হয়েছে।
চলন্তিকা একটি চলমান সাহিত্য চর্চা করার চমত্কার প্লাটফর্ম হিসেবে চাক্ষুসমান। এটাকে আরও গতিশীল করার জন্য দু’একটি কাজ করলে এর সৌন্দর্য বাড়বে বৈ কমবে না।আমরা অনেক সময় ব্লগে পোস্ট অথবা মন্তব্য করার পর দীর্ঘ সময় ব্লগে আসতে পারি না। এর কারণে প্রথম পাতা থেকে পোস্ট দ্বিতীয় পাতায় চলে গেলে বুঝতে পারি না যে পোস্টে কোন মন্তব্য অথবা মন্তব্যর কোন জবাব দিয়েছে কিনা। তাই অদেখা মন্তব্য এবং মন্তব্যের জবাব নামে দুটি অপশন যোগ করা হোক!
চলন্তিকা ব্লগের সফলতা ও চলন্তিকা পরিবারের দীর্ঘায়ূ কামনা করে এখানেই ইতি টানছি।
১,৩৩৩ বার পড়া হয়েছে
আপনার প্রস্তাবটি মন্দ না। দেখেন সম্পাদক সাহেব কি বলেন?
আমার প্রস্তাব আমি পেশ করেছি। বিষয়টা বিবেচনা করা সম্পাদকের এখতিয়ার।
জায়েদ ভাই, এই ব্যাপারটার জন্য ঐ লেখকের লেখাতে মন্তব্য ইমেইল করার সিস্টেম আছে।
আমি ঠিক আপনার কথা বুঝে উঠতে পারিনি। আমি বুঝাতে চাচ্ছিলাম যে, আপডেট অর্থাত্ স্বাগতম এর নিচে অপশন দুটো রাখা না রাখার বিষয়ে।
আপনার প্রস্তাবের সাথে একমত পোষণ করছি। যদি ফেসবুকের মত নোটিশের ব্যাবস্থা করা হয় তাহলে আরো ভাল।
ঠিক তাও হতে পারে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমিও একমত পোষণ করছি যদি ফেসবুকের মত নোটিশের ব্যবস্থা করা হয় তাহলে খুব ভাল হত।
সবাই চাইলে হয়ত হতে পারে। মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ।
সহমত জানাচ্ছি ।
সহমত পেশ করার জন্য ধন্যবাদ।
একমত পোষণ করছি ।
এক মত পোষণ করছি
ভাল লাগলো
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
এরকম টা জলছবি বাতায়ন এ আছে
করলে ভাল হবে,,,,,,,,,,,,,,,