সময়ের নদী
এই লেখাটি ইতিমধ্যে 886বার পড়া হয়েছে।
[গীতিকাব্য)
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
বাসনা ফুরায় যেন দিবসের পদমূলে
তোমার গহন মায়ার ছলে
স্রোত ভুলে যায় চপল নদী
তোমার কথার তীক্ষ্ণ বাণে
ভাবনা হারায় অতল তলে।
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
নিশিথ আলোর পিঙল হাসি
জাগায় মায়া কুহকিনীর
স্মৃতির চাদর কাছে টানি
মধুপ হাসে বাহানার ছলে
গুঞ্জরণে যায় গেয়ে ওই
ষড়-সরিষার পারাগ পানে
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
ওই চাহনীর হীরের ছুরি
প্রাণখানা মোর যায় রে উড়ি
হৃদয়ের দুয়ার ঠেলি বিজনপুরী
সোহাগের আরশি হাতে এলে কাছে
মাখবো রেণু পায়রা ঠোঁটে
মাধুরীর পরাগ ঢেলে মরি মরি।
সময়ের নদী কোথা যায় রে বয়ে?
৮৭৮ বার পড়া হয়েছে
কৈফিয়ত -
তোমরা যে যা-ই ব'ল না বন্ধু; এ যেন এক - 'দায়মুক্তির অভিনব কৌশল'! যেন-বা এক শুদ্ধি অভিযান - 'উকুন মেরেই জঙ্গল সাফ'!! প্রতিঘাতের অগ্নি-শলাকা হৃদয় পাশরে দলে - শুক্তি নিকেশে মুক্তো গড়ায় ঝিনুকের দেহ গলে!! মন মুকুরের নিঃসীম তিমিরে প্রতিবিম্ব সম - মেলে যাই কটু জীর্ণ-প্রলেপ ধূলি-কণা-কাদা যত।
রসনা যার ঘর্ষনে মাজা সুর তায় অসুরের দানব মানবে শুনেছ কি কভু খেলে হোলি সমীরে? কাব্য করি না বড়, নিরেট গদ্যও জানিনে যে, উষ্ণ কুসুমে ছেয়ে নিয়ো তায় - যদি বা লাগে বাজে। ব্যঙ্গ করো না বন্ধু আমারে অচ্ছুত কিছু নই, সীমানা পেরিয়ে গেলে জানি; পাবে না তো আর থৈ।
যৌবন যার মৌ-বন জুড়ে ঝরা পাতা গান গায় নব্য কুঁড়ির কুসুম অধরে বোলতা-বিছুটি হুল ফুটায়!! ভাল নই, তবু বিশ্বাসী - ভালবাসার চাষবাসে, জীবন মরুতে ফুটে না কো ফুল কোন অশ্রুবারীর সিঞ্চনে। প্রাণের দায়ে এঁকে যাই কিছু নিষ্ঠুর পদাবলী: দোহাই লাগে, এ দায় যে গো; শুধুই আমার, কেউ না যেন দুঃখ পায়।
সর্বমোট পোস্ট: ১৪৩ টি
সর্বমোট মন্তব্য: ২৪২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-১৪ ০২:৫৯:৫৩ মিনিটে
গীতিকাব্য পড়ে মুগ্ধ হলেম
দারুন মুগ্ধকর
অনবদ্য
শুভ কৈশাখ
অনেক ভালবাসা ও শুভেচ্ছা কবিকে।
ভাল থাকুন নিরন্তর –
সময়ের নদী বয়ে চলে যদি ক্ষতি কি তাতে ?
সময়ের নদী যায় যেথা যাক আমি আছি সাথে !
খুব সুন্দর লিখেছেন কবি ।
শুভেচ্ছা নিবেন ।
কবির সুন্দর মন্তব্যে প্রাণীত হলাম।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানবেন।