নোটিশ
সময়-অসময়
এই লেখাটি ইতিমধ্যে 1213বার পড়া হয়েছে।
যখনি ঋতিকে ডাকি-
শুনে যাও
সে বলে সময় নেই !
তখন সজেদে বলি
একটু দাঁড়াও !
রেগে বলে, শোননি সময় নেই !
আকুতিতে ডুবে বলি
এদিকে তাকাও !
অত:পর শীতল জবাব-
ইচ্ছে করে না যে !
এরপর কার ইচ্ছে করে
বহুদিন ভেবে লেখা
সেই চিঠি দিতে ?
ভিন্ন কোন স্বপ্নলোকে
হাতধরে হারাবার
স্বপ্নতো স্বপ্নই থাকে….
এভাবে অনেক দিন….
এক কথা, এক অজুহাত
সময় নেই !
ইচ্ছে করে না যে !
তাই বলে প্রেমতো থাকে না থেমে
একজন ঠিকই সাড়া দিলো !
লোকেরা সভয়ে যাকে ‘মৃত্যু’ বলে ডাকে !
গভীর প্রশান্তি নিয়ে
মৃত্যুর নীলাভ ঠোঁটে
চুমু খাবো বলে
ঠোঁট বাড়ালাম !
হঠাৎ পেছনে শুনি
ঋতিটার ডাক !
একটু থমকে যাই-
ইচ্ছে হলো
আমিও ঋতিকে বলি
সময় নেই
ইচ্ছে করে না যে !
তারপর-
কিছুই না বলে
ডুব দিই চুমুর আবেশে……!
১,৩০৭ বার পড়া হয়েছে
সুন্দর কবিতা…মনটা ভরে গেলো….
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
চমত্কার লেখা।
আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
একজন ঠিকই সাড়া দিলো !
লোকেরা সভয়ে যাকে ‘মৃত্যু’ বলে ডাকে !
মন ছুঁয়ে গেল আপনার কবিতা পড়ে। শুভেচ্ছা সতত
আপনার সহৃদয় মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।
“একজন ঠিকই সাড়া দিলো !
লোকেরা সভয়ে যাকে ‘মৃত্যু’ বলে ডাকে !
গভীর প্রশান্তি নিয়ে
মৃত্যুর নীলাভ ঠোঁটে
চুমু খাবো বলে
ঠোঁট বাড়ালাম !”………………এই কথাগুলো দারুণ লাগলো।
আপনার সহৃদয় মন্তব্যে আমি অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
আমার সময় হল–তোমার আবকাশ নেই।চির বিদায়ের সময় আর পিছু ডেকো না–
এমনি ভাব নিয়ে আপনার সুন্দর কবিতা।খুব ভাল লাগল।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
ভালো থাকবেন।
এরপর কার ইচ্ছে করে
বহুদিন ভেবে লেখা
সেই চিঠি দিতে ?
ভিন্ন কোন স্বপ্নলোকে
হাতধরে হারাবার
স্বপ্নতো স্বপ্নই থাকে….
বাহ্রে কবি বাহ্
কি ভাবে লেখেন এসব
অনেক ভাল লাগা।
ভালো লাগা জানাবার জন্য অনেক ধন্যবাদ। পুরনো লেখার মন্তব্য চোখে পড়ার জন্য কোন বিশেষ ব্যবস্থা না থাকায় তা জানতে পারিনি।
তারপর-
কিছুই না বলে
ডুব দিই চুমুর আবেশে……!
আহ কি রোমান্টিক মুহুর্ত
হৃতিকার ভালবাসা সফল হ উক
বেশ সুন্দর কাব্যিক প্রকাশ। ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
বেশ সুন্দর কাব্যিক ভাবনার প্রকাশ দেখলাম
শুভ কামনা থাকলো