নোটিশ
সময়
এই লেখাটি ইতিমধ্যে 1511বার পড়া হয়েছে।
সময় চলে সময়ের গতিতে
অপেক্ষায় থাকেনাকো কারো ।
স্রোতের মত জীবন ঘড়ির সময়
বয়ে চলে–
আমারই মত ,অসময়ের গতিতে।
সময় অসময় মানা হয়নি জীবনে
ভাবা হয়নি সময় নিয়ে,
সময়ের মুল্য দিয়ে।
সময়ের কাজ হয়নিকো
করা সময়ে,
অপেক্ষার প্রহরও করা হয়নিকো সুষময়ে,
আজ —–
সময় গেছে সুযোগ হারিয়েছে
ঠিক
সুসময়ের এক ফোড়, অসময়ের দশ হিসেবে।
২০-৮-১৪ইং,রাত-১.৫৮am
১,৪৭৪ বার পড়া হয়েছে
সুন্দর কিছু পেইন্ট এর সাথে ভাললাগার একটি কবিতা পড়লাম। আপাতত শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভাল থাকবেন কেমন।
আপনাকেও সুন্দর বলার জনয় ধন্যবাদ, আপি। হা আমি সব সময় ভাল থাকার চেষ্টা করি। আ্পনিও ভাল থাকুন আপি।
সময় কারও কথা শুনেনা। তাই একবার সময় চলে গেলে তা আর পুনরায় পাওয়া যায় না।
হা ঠিক তাই ভাই
ভালো লাগলো কবিতা। শুভেচ্ছা কবিকে।
ধন্যবাদ আরেফিন ভাই
শেষ লাইন ঠিক বোধগম্য হল না । তবে সময়ের সাথে চলা ভাল লাগল ।
একটা প্রবাদ আছে না—–
সময় কারো জন্য অপেক্ষা করেনা।সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলাম কই?
ছন্দ ও চমৎকার শব্দের মেলায় সময়কে নিয়ে লিখেছেন অসাধারন।ধন্যবাদ।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকেও । আর এত পাম মারেন কেন ভাই। চলন সই আমি, আমি শখে ও জেদে কবিতা লিখি।
বাস্তব কথাগুলো কবিতায় তুলে ধরেছেন। আমরা কেউই সময়ের কাজ সময়ে করি না। লেখা ভাল লাগল। লিখতে থাকুন অবিরত
আসলেই ঠিক বলেছেন, আর এ জন্য প্রত্যেকেই ভুগি আমরা