Today 04 Oct 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সাইকেল ছিনতাই

লিখেছেন: শ‍হীদুল ইসলাম প্রামানিক | তারিখ: ২৩/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1105বার পড়া হয়েছে।

পরান মিয়া রাত আঁধারে
যাচ্ছেন সাইকেল চড়ে
পলাশীর মোড় যাওয়ার পরে
পরলেন মহা ঘোরে।

অন্ধকারে যেই না গেলেন
অমনি তিনজন লোক
থামিয়ে দিল সাইকেলটা
করল আগুন চোখ।

একজন এসে বলল হেসে,
‘সাইকেলটা যান রেখে’
কথা শুনে রাগলেন পরান
বললেন কথা বেকে।

‘চাইলে পরেই সাইকেল দিব
রোড কি মামার বাড়ি’
মুখ ঝামটিয়ে বললেন তিনি,
‘হ্যান্ডেলটা দেন ছাড়ি’।

অমনি একজন পিস্তুল ধরে
বললেন হেসে হেসে
‘সহজ কথায় দেন না দেখে
গেলেন মামা ফেঁসে’।

‘বলেন মামা এবার আমরা
সাইকেলটা কি পাবো,
খালি হাতে সাইকেল রেখে
এমনি এমনি যাবো?

কাঁপতে কাঁপতে বললেন পরান
সব নিয়ে যান মামা
সাইকেল সাথে প্যান্ট নিয়ে যান
আরো নিয়ে যান জামা।

প্যান্ট জামা আর সাইকেল নিয়ে
গেলেন তারা চড়ে
‘মামা মোদের খুবই ভালো’
বললেন জোরে জোরে।

১,১৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি স্কুল জীবন থেকেই গল্প, ছড়া, কবিতা লিখি।
সর্বমোট পোস্ট: ৯ টি
সর্বমোট মন্তব্য: ২২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-১০ ১৬:৫৯:২৩ মিনিটে
banner

৬ টি মন্তব্য

 1. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  ছড়া অনেক সুন্দর হয়েছে। ভালো লাগা রেখে গেলাম।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ছিনতাইয়ের ঘটনাটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়। আমিও একবার ছিনতাইয়ের কবলে পড়েছিলাম।

 3. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  ভাগ্য ভাল পরান মিয়ার।শুধু সাইকেল,জামা,প্যান্ট ছিনতাই হয়েছে পরানটা না।সুন্দর ছড়া

 4. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  আপনার ছড়া পড়ে নির্মল আনন্দ পাই,এটাতেও বিষাদের মাঝে সেই সুর ফুটিয়ে তুলেছেন ছন্দ কথায়।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার লেখা ছড়াটি ভাল লাগল।ধন্যবাদ।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অমনি একজন পিস্তুল ধরে
  বললেন হেসে হেসে
  ‘সহজ কথায় দেন না দেখে
  গেলেন মামা ফেঁসে’।

  চমৎকার লিখেছেন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top