Today 05 Feb 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সাদা ময়লা রঙিলা পালে…. (১৮+)

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ২৯/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1852বার পড়া হয়েছে।

প্রাপ্ত বয়স্কদের গানটি শোনা ও এই লিরিকটি পড়া নিষেধ।

সঞ্জীব চৌধুরী গানটি গেয়েছেন তার প্রথম এ্যালবাম “আহ…” তে

সাদা ময়লা রঙিলা পালে
আউলা বাতাস খেলে
আর কাদায় ভরা মনের মধ্যে
জলের সন্তরণ, শুধু জলের সন্তরণ,
সদ্য ফোটা কুঁড়ির মধ্যে, ভ্রমরে গান তোলে
আর কামে ভরা দেহের মধ্যে জলের সন্তরণ, শুধু জলের সন্তরণ ।
সাদা ময়লা রঙিলা পালে …….

হাজা মজা এক পুকুর তার
ভিতরে শিং মাছ,
জংলা ভরা ক্ষেতের ভিতর
গরম দেহের আঁচ।

নির্বিবাদে নারীর সঙ্গে মিলল যখন নর
পাল উড়াইয়া নৌকা গেল বাতাসে শর শর,
কালো জলের নোংরা সবই মিলায় যে নির্ভুল,
শাস্ত্রে তবু সব কলম ই
ঝরায় কালো ফুল।
জীবন শাস্ত্রে মন্ত্র তুলে
ভ্রমরও গুঞ্জন
জীবন ফুলে থাকে যদি, সাদায় ভরে মন।
গায়ের ময়লা রঙ্গিলা জামায়, মতি গন্ধ গোলাপ..
আর আরবেনিয়ার ময়লা মনে হাতির সন্তরণ, শুধুই হাতির সন্তরণ।..
ধনীর আহার কারো পেটে গন্ধ ভরা জোলাপ,
আর বাসি ভাতে পান্তা দিলে মনের সন্তরণ, শুধুই মনের সন্তরণ ।
সাদা ময়লা রঙিলা পালে …….

মাটির সাবান খাঁটি যে তার ভিতর সোডিয়াম,
প্যাকেট ভরা সাবান জুড়ে গন্ধ ভরা দাম।
ট্যাপের জলে যায়না কোনও দেহেরি সন্তাপ,
নদীর জল ই ধুয়ে দিলো দেহের যত পাপ।
শাস্ত্রে লেখা সব নদী হে,চলে সরল বায়ে
জীবন নদী আঁকাবাঁকা, তার ভিতরে নাই।
নরনারীর হাঁড়িপাতিলে ধোঁয়ার ই সংসার
মিলনো কি হয় সাগরে, শেষে আরেকবার।
সাদা ময়লা রঙিলা পালে …….

গানটির মধ্যে অবশ্রই দেহ তত্বের কথা আছে-আছে গুপ্ত বিষয়। একেক জন হয়তো একেক ভাবে বুঝবেন। লিরিকের প্রতিটি অংশেই আছে ভাবনার খোরাক। গানের যে কোন একটি অংশ সম্পর্কে আপনার মন্তব্য বলুনতো শুনি।

১,৮২০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

৬ টি মন্তব্য

 1. আর এন মিলি মন্তব্যে বলেছেন:

  চমৎকার একটি গান আর আমি কিন্তু ১৮+ :-) তাই পড়লাম

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Bhalo Ekta bishoy Jana gelo
  dhonyobad

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হুম আঠার প্লাস। ভাল লাগল

 4. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

  শোনা হয়নি ভাই, শেয়ার করার জন্য ধন্যবাদ

 5. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  অনেক ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top