Today 30 Nov 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সান্ত্বনা

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ২৩/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1190বার পড়া হয়েছে।

সুচেতনা, আর কান্না করে না
বিষণ্ণ সময় ফিরে আসলেও না ।
এক একটা সময় সব কথা চেপে যাওয়া যায়-
বুকের ভিতর কথাদের নিশ্চিন্ত নিবাস গড়ে উঠে ।
এক একটা গভীর রাত বসে বসে পার করে দেওয়া যায়-
যখন অপলক চোখ দেখে যায়
বুকের গভীরে আঁকা সেই ছবি,
ভালোবাসা ;
তবুও বসন্ত বিলাপ কাটে,
এইসব চৈত্রনিশিতে থেকে-থেকে আসা দীর্ঘশ্বাসে !
অতঃপর ফিরে আসা বৈশাখী গান
ভুলে যাওয়া যায় ?
না, তারচেয়ে কল্পলৌকিকতার বেড়ায় লাগিয়ে দাও
মিলন প্রত্যাশী গাছ,
বাস্তবতার বৃষ্টিতে তৃষ্ণা মিটিয়ে যাক ;
আর বিষণ্ণ সময় থেকে দূরে বহুদূরে চলে যাই
সময়ের পদাবলী গেয়ে গেয়ে
এগিয়ে যাই পূর্ণ জীবনের পূন্যতায় ।

২২ মার্চ, ১৫ ॥
কৃষ্ণকুঞ্জ, রংপুর ॥

১,১৭০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

১০ টি মন্তব্য

 1. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  //বাস্তবতার বৃষ্টিতে তৃষ্ণা মিটিয়ে যাক ;
  আর বিষণ্ণ সময় থেকে দূরে বহুদূরে চলে যাই
  সময়ের পদাবলী গেয়ে গেয়ে
  এগিয়ে যাই পূর্ণ জীবনের পূন্যতায় ।//

  চমৎকার কথায় ফুটে উঠেছে মনের ভাব । ভালো লেগেছে লিখা ।

 2. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  কবিতাটিতে ভালোবাসার গভীর আকুতি মিনতি রয়েছে । সুন্দর হয়েছে আপনার কবিতা ।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুচেতনা ,আর কান্না করোনা
  ……………………
  কাব্যতা খুব ভাল লাগলো বেশ সুন্দর লীখনী
  পড়ে বার বার মুগ্ধ হলেম

  শুভ কামণা রইল
  ভালো থাকুন সব সময় ……..

 4. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

  “সময়ের পদাবলী গেয়ে গেয়ে
  এগিয়ে যাই পূর্ণ জীবনের পূন্যতায় ।”

  চমৎকার লেখা… সবাই এগিয়ে যাক আপন মহিমায়…!

 5. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  ভালোবাসার আবেগে বিহ্বল হয়ে এইসব কথামালা । মন্তব্য খুবই ভাল লাগলো । অসংখ্য ধন্যবাদ । ভাল থাকবেন আপু ।

 6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বেশ কাব্যিক প্রকাশ, ভাল লাগল কবি। শুভেচ্ছা জানবেন।

 7. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ দাদা অনিরুদ্ধ বুলবুল । ভালো থাকবেন নিরন্তর ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top