Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সুখের খোঁজে

লিখেছেন: গোলাম মাওলা আকাশ | তারিখ: ৩০/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1713বার পড়া হয়েছে।

নারী
কি ছিল বলার
এখনই বা কি আছে বলার?
সব কিছু যাচ্ছিল ভেঙ্গে চুরে
তবুও ছিলাম চুপ
যদি রাখা যায় টিকে
দু জনার সম্পর্কটাকে।

কিছুই ছিলনা বলার
ছিল শুধু নীরব প্রত্যাশা
তোমার পানে চেয়ে থাকা ছাড়া।

সম্পর্কের শেষ চেয়েছিল তুমি
আমিও চাইনি
জোর করে ভরতে তোমায়
সোনার খাঁচায়।

দুজনেই এখন
মুক্ত বিহঙ্গ
নিজের মত করে
যে যার সুখ খুঁজি
অন্য কারও হাত ধরে…………………।

এই ভাবেই চলছে জীবন
চলবে আমাদের মত
অনন্তকালের মানব মানবীর
ভালবাসার সুখের খোঁজে ।
৩.৪৫pm ১-১-১৪ ইং

১,৬৭৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুব সাধারণ।
সর্বমোট পোস্ট: ১৩৩ টি
সর্বমোট মন্তব্য: ৯৭৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২২ ১৬:৩০:৪৭ মিনিটে
banner

১৭ টি মন্তব্য

  1. কল্পদেহী মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো

  2. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    তবুও ছিলাম চুপ
    যদি রাখা যায় টিকে
    দু জনার সম্পর্কটাকে।
    কিছুই ছিলনা বলার

    *আপনি.কি.গোলাম মাওলা.রনির.কেও.হন?

  3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর।

  4. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

    কিছুই ছিলনা বলার
    ছিল শুধু নীরব প্রত্যাশা
    তোমার পানে চেয়ে থাকা ছাড়া।
    ………………….

    খুব ভালো লাগলো কবিতা…
    শুভেচ্ছা জানবেন।

  5. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    এই ভাবেই চলছে জীবন
    চলবে আমাদের মত
    অনন্তকালের মানব মানবীর
    ভালবাসার সুখের খোঁজে ।

    জীবনের চলার পথে
    সুখের খোঁজে? সবাই
    সুখ এরতো আসলেই
    কোন সংজ্ঞা নেই।

  6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Aro ektu Mon karha hole bhalo hoto
    dhanyabad

  7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আরেকটু কাব্যিকতা দরকার ছিল

    এই পৃথিবীতে ভালবাসা আর নাই রে ভাই
    সব স্বার্থপরতা

    সুন্দর লাগলো আরো লিখুন আর চলন্তিকার সাথেই থাকুন

  8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    সুখের কোন সংজ্ঞা নাই, সোনার খাঁচা কেন সবচেয়ে মুল্যবান খাঁচায়ও একে ভরা যাবেনা। আপনার সকল লেখাই ভালো লাগে, ভালো থাকুন।

  9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    valo laglo kabbotaa @@ nice chondo dole nice lekha

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top