নোটিশ
সুখের খোঁজে
এই লেখাটি ইতিমধ্যে 1713বার পড়া হয়েছে।
কি ছিল বলার
এখনই বা কি আছে বলার?
সব কিছু যাচ্ছিল ভেঙ্গে চুরে
তবুও ছিলাম চুপ
যদি রাখা যায় টিকে
দু জনার সম্পর্কটাকে।
কিছুই ছিলনা বলার
ছিল শুধু নীরব প্রত্যাশা
তোমার পানে চেয়ে থাকা ছাড়া।
সম্পর্কের শেষ চেয়েছিল তুমি
আমিও চাইনি
জোর করে ভরতে তোমায়
সোনার খাঁচায়।
দুজনেই এখন
মুক্ত বিহঙ্গ
নিজের মত করে
যে যার সুখ খুঁজি
অন্য কারও হাত ধরে…………………।
এই ভাবেই চলছে জীবন
চলবে আমাদের মত
অনন্তকালের মানব মানবীর
ভালবাসার সুখের খোঁজে ।
৩.৪৫pm ১-১-১৪ ইং
১,৬৭৭ বার পড়া হয়েছে
ভালো লাগলো
ধন্যবাদ কল্পদেহী
তবুও ছিলাম চুপ
যদি রাখা যায় টিকে
দু জনার সম্পর্কটাকে।
কিছুই ছিলনা বলার
*আপনি.কি.গোলাম মাওলা.রনির.কেও.হন?
আপনি.কি.গোলাম মাওলা.রনির.কেও.হন?
হা হা হা হা হি হি হি
না ভাই
সুন্দর।
thanks ভাই
কিছুই ছিলনা বলার
ছিল শুধু নীরব প্রত্যাশা
তোমার পানে চেয়ে থাকা ছাড়া।
………………….
খুব ভালো লাগলো কবিতা…
শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ সোহেল আহমেদ পরান ভাই। শুভেচ্ছা আপনাকে
এই ভাবেই চলছে জীবন
চলবে আমাদের মত
অনন্তকালের মানব মানবীর
ভালবাসার সুখের খোঁজে ।
জীবনের চলার পথে
সুখের খোঁজে? সবাই
সুখ এরতো আসলেই
কোন সংজ্ঞা নেই।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে
Aro ektu Mon karha hole bhalo hoto
dhanyabad
দীপঙ্কর বেরা ভাই ধন্যবাদ
আরেকটু কাব্যিকতা দরকার ছিল
এই পৃথিবীতে ভালবাসা আর নাই রে ভাই
সব স্বার্থপরতা
সুন্দর লাগলো আরো লিখুন আর চলন্তিকার সাথেই থাকুন
আপি ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে, আপনাকে সব সময় পাই আমি
Onek vhalo
সুখের কোন সংজ্ঞা নাই, সোনার খাঁচা কেন সবচেয়ে মুল্যবান খাঁচায়ও একে ভরা যাবেনা। আপনার সকল লেখাই ভালো লাগে, ভালো থাকুন।
valo laglo kabbotaa @@ nice chondo dole nice lekha