Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“সুখের মুখোশ”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০৭/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1001বার পড়া হয়েছে।

মুখ দেখিয়া যেত বুঝা মনের যত কথা

বুকের গহীনে আছে কত লুকায়িত ব্যথা।

নানান জনের নানান মনে নানান ব্যথা-বেদনা।

লাজশরম সংকোচে হয় না তা বেগানা।

 

 

কত অশ্রু শুকিয়ে গেছে নিরব আঁধারে।

হয় না বলা বুক ফুলিয়ে উচ্চ গৌরবে।

মনের খাঁচায় বন্দী করে মুখে আঁকা রঙ।

সবার ভিড়ে এমন করে সুখে থাকার ভং।

যতন করে মুখে আঁটা সুখের মুখোশখানি।

কাগজের ফুলে পরিপাটী সুখের ফুলদানী।

 

 

তোমার কষ্ট তুমি বলো-আমি বলি আমার।

হিসাব কষে দেখো তবে কমতি আছে কার্‌।

কালো কালির ছোঁয়ায় সাদা খাতা ভরে;

লিখতে লিখতে শেষ হবে না;জীবন যাবে ঝরে।

শুনতে চাই-শুনাতে চাই;কার আছে সময়?

সুখের মুখোশ পরে তাই করি অভিনয়।

১,০৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  মুখ দেখিয়া যেত বুঝা মনের যত কথা
  বুকের গহীনে আছে কত লুকায়িত ব্যথা।
  নানান জনের নানান মনে নানান ব্যথা-বেদনা।
  লাজশরম সংকোচে হয় না তা বেগানা।
  ———————–
  ভাল হয়েছে।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে ,
  অনেক শুভ কামনা।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  মুখ দেখিয়া যেত বুঝা মনের যত কথা

  বুকের গহীনে আছে কত লুকায়িত ব্যথা।

  নানান জনের নানান মনে নানান ব্যথা-বেদনা।

  তাইতো মনের ব্যাথা লুকিয়ে জীবনের পথ চলা।

  সুখের মুখোশ পরে তাই করি অভিনয়।

  ভাল লাগল কবিতা।ধন্যবাদ।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  মনের খাঁচায় বন্দী করে মুখে আঁকা রঙ।

  সবার ভিড়ে এমন করে সুখে থাকার ভং।

  যতন করে মুখে আঁটা সুখের মুখোশখানি।

  কাগজের ফুলে পরিপাটী সুখের ফুলদানী।
  সুন্দর অনুভুতি ফুটে উঠেছে কবিতাটিতে । শুভ কামনা ।

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যের প্রতি লাইনে লাইনে মুগ্ধতা পেলাম
  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top