সুখ-দুখ
এই লেখাটি ইতিমধ্যে 1395বার পড়া হয়েছে।
১.
দুঃখ যত আসে আসুক
ভয় করোনা তাতে,
দুঃখ গুলো বসত করে
অলস লোকের সাথে।
২
অলস হয়ে থাকবে যত
দুঃখ ব্যথা বাড়বে তত
তা বলে কি দুঃখ নিয়ে
কাঁদবে অবিরত?
৩
কোথায় থাকে সুখ পাখিটা
কেউ কি তাহা জানে?
দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।
১,৪৯২ বার পড়া হয়েছে
@ লেখালেখি করি সেই ছোটোবেলা থেকেই। বাবার কাছে হাতেখড়ি। বাবা লিখে আমাকে পড়াতেন। আর আমি লিখে বাবাকে দেখাতাম। তালে তালে তালাতালি! জাতীয় দৈনিকে, রেডিওতে আর্টিকেল, ফিচার, রম্য ও ছড়া লিখতাম একসময়। তারপর শিশুতোষ গল্পের প্রতি ঝুকে পড়ি। ছড়া লিখি মাঝে মধ্যে।
@ প্রকাশিত গ্রন্থঃ ছয়টি।
@ প্রাপ্ত পুরষ্কারঃ জাতিসংঘ (ইউনিনসেফ) কর্তৃক আয়োজিত দেশব্যাপী বড়োদের গ্রুপে গল্পলেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১" লাভ করি।
@ পেশাঃ চাকরি।
@ পেশাগত কারণে ব্যস্ততার মধ্যেই কাটে সময়। এরই মধ্যে সময় করে লেখালেখি করার চেষ্টা করি। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে নিয়মিত লিখছি।
লেখায় গতানুগতিক চিন্তা-চেতনার পরিবর্তে স্বকীয়তার ছাপ রাখার চেষ্টা করি।
ব্লগে লিখে অনেক আনন্দ পাই। প্রিয় পাঠকদের মন্তব্য, পরামর্শ ও উপদেশ আমার লেখালেখির মতো সৃজনশীল কাজে শুধু অণুপ্রেরণাই যোগায় না; নিজেকে পরিশুদ্ধ ও লেখার উৎকর্ষ সাধনে যথেষ্ট ভূমিকা রাখে।
সর্বমোট পোস্ট: ২৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৯ ১১:৫১:৫৪ মিনিটে
অত্যন্ত সুন্দর ছড়া কবিতা….ভালো লাগলো,,,,
”কোথায় থাকে সুখ পাখিটা
কেউ কি তাহা জানে?
দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।”ছন্দে ছন্দে সত্য ভাষণ। খুব ভালো লাগলো।
কোথায় থাকে সুখ পাখিটা
কেউ কি তাহা জানে?
দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।
–খুব সত্যি কথা আপনার কবিতায় বেরিয়ে এসেছে।কবিতা ভাল লেগেছে।
Sundor kobi,,,,,,,
“দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।”
দারুণ জীবনদর্শন।
ভাল লাগা +
অনেক অনেক ভাল লাগা ছড়া ।
খুব চমত্কার লিখেছেন !
অসংখ্য ভাল লাগা রইল ।
কোথায় থাকে সুখ পাখিটা
কেউ কি তাহা জানে?
দুখের পিঠে সুখের বসত
পরিশ্রমের ঘামে।
===================
কোথায় থাকে সুখ কেউ তা জানে না।