নোটিশ
সুতিয়াখালির বাঁকে -২
এই লেখাটি ইতিমধ্যে 837বার পড়া হয়েছে।
এক পলক
আরেক পলক
অতঃপর
আরেক —
এইভাবেই কিছুক্ষণ কেটে গেল কালবেলা
জানি না কখন চোখের ভিতর জেগে উঠল চোখ
মঞ্চস্থ হল এ শতাব্দীর সেরা নাটিকা
নিচু মাথা, দু’ অধরের কোণে খেলে গেল আসমানি ঢেউ
আর
সেই তরঙ্গের ছাঁচ মুহূর্তেই
ছোঁয়াচে ভাইরাসের মত ছড়িয়ে পড়ল
আমার লতানো শিরা-উপশিরায়
অতঃপর
আর কিছুই জানা নেই আমার
ক্ষণেক পরে নকশী কাঁথার বুকের উপর
সুঁই, সুতো আর তুলোর আঁচড়
একটু একটু টের পাচ্ছিলাম
৮২৪ বার পড়া হয়েছে
আর কিছুই জানা নেই আমার
ক্ষণেক পরে নকশী কাঁথার বুকের উপর
সুঁই, সুতো আর তুলোর আঁচড়
একটু একটু টের পাচ্ছিলাম
ভালো লাগলো অনেক । মায়া জড়ানো কথা । ধণ্যবাদ সুন্দর কবিতার জন্য ।
অশেষ শুভেচ্ছা জানবেন।
সুন্দর প্রকাশ ছন্দ ও মায়াজাগানো কথায় অপরুপ সৃষ্টি।রইলো একরাশ ভালো লাগা।
অশেষ শুভেচ্ছা জানবেন।
ভাল লাগল লেখাটি । শুভ কামনা ।
গভির ভাবনার লেখা চমৎকার হয়েছে
একটু একটু আমিও টের পাচ্ছিলাম পড়ে………..
সুন্দর ভাবনার প্রযাস
ভালো লাগা জানাচ্ছি