Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সুন্দরীদের ফ্যাশন যখন সানগ্লাস!

লিখেছেন: নুসরাত শারমিন লিজা | তারিখ: ২৪/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1223বার পড়া হয়েছে।

1

দিনের বেলায় বাড়ি থেকে ফিটফাট হয়ে বেরোচ্ছেন কিন্তু সঙ্গে সানগ্লাসনেই, সেটা আবার হয় নাকি? কারণ সানগ্লাস ছাড়া দিনের সাজ টাই তো ইন কমপ্লিট ৷ শীত হোক কিংবা গ্রীষ্ম, সানগ্লাস সব সময় ফ্যাশন ইন৷ তবে এটি এমনই একটি ফ্যাশন অনুষঙ্গ, যা আপনার লুকে স্টাইলিশ আমেজ আনার পাশাপাশি চোখ জোড়াকে রোদ এবং ধূলো বালির কবল থেকে রক্ষা করে।

তবে মুখের গড়ন ও গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সানগ্লাসের রঙ ও আকৃতি বাছা উচিত ৷ বাজার ঘুরে পাওয়া গেল এ রকমই কিছু টেন্ড্রি রোদ চশমার খোঁজ।মুখের আকৃতি  অনুযায়ী কি রকম সানগ্লাস মানাবে তার জন্য রইল বেশ কয়েকটা টিপস৷

 

১. ইদানীং এভিয়েটর এবং ক্লাব মাস্টার ফ্রেমের সানগ্লাস ছেলে-মেয়ে সবাইকে খুব পরতে দেখা যাচ্ছে।এছাড়াও এখন গোলাকার ফ্রেমের রোদচশমা পরারও চল হয়েছে।এগুলোকে অনেকে বলছেন হ্যারিপটার ফ্রেম।অনেক তরুণী বেছে নিচ্ছেন প্রিন্টেট ও রং চঙে ফ্রেমের নানা রকম রোদচশমা।আন্তর্জাতিক ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ক্যাটস আই এবং বাটারফ্লাই ফ্রেমের রোদচশমা ও চোখে দিচ্ছেন অনেকে।একটু বড় ফ্রেমের ট্রেন্ড চলছে।তবে চলতি ধারা অনুসরণ করতে গিয়ে বেমানান কোনো ফ্রেম বেছে নিলে চলবেনা।কারন আপনাকে দেখতে হবে আপনাপ মুখে কোনটা মানাচ্ছে৷ এখন যেসব ফাঙ্কি ধরনের রোদ চশমা চলছে, তা পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গেই মানান সই৷

 

২. গোলগাল মুখে গোলাকৃতির ফ্রেম না পরে বরং ব্যবহার করা যেতে পারে ক্যাটস আই কিংবা এভিয়েটর ফ্রেমের চশমা।মুখ ডিম্বাকৃতি বা পান পাতার আকৃতির হলে মানিয়ে যাবে গোল ফ্রেমের রোদ চশমায়।তবে কোন ফ্রেম মানাবে,  সেই প্রশ্নে যেমন মুখের গড়নটা গুরুত্ব পূর্ণ, তেমনি চুলের স্টাইলেরও পরেও এটা অনেকটা নিভর্রশীল।

 

৩. গ্লাসে এখন চড়া রং গুলো খুব ট্রেন্ডি।সবুজ, নীল, কমলার মতো গাঢ় রং এখন রোদ চশমার গ্লাসে নজরে পড়ছে।দেখা যাচ্ছে কয়েক শেডের ব্যবহারও।

 

৪. হাফ রিমলেস বা ক্লাব মাস্টার ফ্রেম আনুষ্ঠানিক বা ঘরোয়া, দুই ধরনের লুকেই মানিয়ে যায়।তবে এভিয়েটর ফ্রেম ছেলেদের আনুষ্ঠানিক পোশাকের সঙ্গেই বেশি মানান সই।

 

net

১,২০৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-২৫ ১২:১১:৩০ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ফ্যাশনের সুন্দর তথ্য
    ভাল লাগল ।

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো পড়ে

    কবি সাথে সহমত ,,,,,,,,,,,,,,,

  3. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    সুন্দরীদের ফ্যাশন ! কথাটা কেমন যেন খটকা লাগার মতো ! যারা সুন্দর নয়, তাদের জন্য কি ফ্যাশন প্রযোজ্য নয় ?
    পোস্টের জন্য ধন্যবাদ ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top