Today 28 Sep 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সুশিক্ষা

লিখেছেন: আরিফুর রহমান | তারিখ: ০৪/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1481বার পড়া হয়েছে।

শিক্ষা  হয়  হরেক  রকম

মন্দ  এবং  ভালো ,

শিক্ষা  দিয়ে  দূর  করা  যায়

অজ্ঞতারই  কালো।

শিক্ষা  আনে  ন্যায়ের  পথে

বাড়ায়  মনের  আলো ।

শিক্ষা  জানায়  কোনটি  যে  ঠিক

কোন  পথটা  কালো ।

মন্দ  পথে  চলতে  শেখে

করতে  থাকে  ভুল ,

কুশিক্ষাই  উপরে  ফেলে

মানুষ  নামের  মূল।

শিখেই  হয়  মহামানব

শিখেই  হয়  ভন্ড,

শিক্ষা  নয় ,  সুশিক্ষাই

জাতির  মেরুদন্ড।

১,৫৭৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি আমার পেশা নয়। আমি শখের কারনে লিখি।
সর্বমোট পোস্ট: ৪৭ টি
সর্বমোট মন্তব্য: ১১৪৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০১ ১৬:২৩:৩২ মিনিটে
banner

২০ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কিছু কথা লিখেছেন আপনার কবিতায়। শিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত।

 2. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  শিক্ষা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন, দিন দিন আপনার লেখা পরিশালিত হচ্ছে ।

 3. আহমেদ ফয়েজ মন্তব্যে বলেছেন:

  ভালো ছন্দের কাজ করেছেন। ছন্দমিল থাকাতে পড়ায় একটা তাল পাওয়া গেছে। তবে এটিকে নিরেট ছড়া বললেও ভুল হবে না। ভেবে দেখবেন।
  কৃতজ্ঞতা

 4. মোঃ ওবায়দুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ। ভালো লাগল।

 5. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  কবিতাটি বেশ লেগেছে। চালিয়ে যান।

 6. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  দোয়া করবেন।

 7. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  অবশ্যই। নিয়মিত লিখবেন।

 8. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  বুঝলাম না।

 9. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

  নিয়মিত লিখতে বলেছি।

 10. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

  চেষ্টা করব। সাথে থাকবেন।

 11. খাদিজাতুল কোবরা লুবনা মন্তব্যে বলেছেন:

  সুশিক্ষাই জাতির মেরুদন্ড।

 12. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  কুশিক্ষাই উপরে ফেলে

  মানুষ নামের মূল।

  খাটি কথা

  কবিতা ভাল লাগল

 13. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  শিক্ষা নয় , সুশিক্ষাই
  জাতির মেরুদন্ড।

  ঠিকই বলেছেন, সুশিক্ষাই
  জাতির মেরুদন্ড।

  কারণ শিক্ষা দু প্রকার – সুশিক্ষা এবং কুশিক্ষা।
  তবে শিক্ষা বলতে কিন্তু আমরা সুশিক্ষাকেই বুঝি।

 14. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “শিখেই হয় মহামানব
  শিখেই হয় ভন্ড,
  শিক্ষা নয় , সুশিক্ষাই
  জাতির মেরুদন্ড।”
  বেশ সুন্দর বলেছেন। ভাল লাগল।

 15. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সত্যি অনবদ্য লিখা আপনার

  বেশ ভালো লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top