পথে পথেই সুযোগগুলো দাঁড়িয়ে ছিল
বোকার হদ্দ আমি একটা
পারি নি সে সব চিনে নিতে ;
শুধু দৌড়ে গেছি এক পা এক পা
উঁচু নীচু পেরিয়ে চড়াই উতরাই
বসেছি গাছের ছায়ায় আকাশ তলে
দেখেছি মুক্ত আলো পাখিরদল
কত সব জীবন চিত্র মানুষের কোলাহল ।
সবার মাঝে মিশে গিয়ে মিশিয়ে দিয়ে
রোদ বাগানে ঘুরে ফিরে
পেয়ে যাই কত কি পাই
তাই তো আমার হৃদয় বলা নানান কথা ।
বুক ভরে যায় সে সব আমার
কত সব আল্পনা রং সকালবেলা
আমাকে আমার কাছে চিনিয়ে দেয়
বুঝিয়ে দেয় বুঝে নেয়
আর সুযোগ হয়ে যুগবার্তা মিলিয়ে দেয় ।
সেই যে আমার বেঁচে থাকা বাঁচিয়ে চলা
সুযোগমত অনেক পাওয়া ।
-০-০-০-
বেশ ভাল একটি কবিতা দাদা —- !!
ধন্যবাদ
খুব ভালো লাগলো…
অনেক ধন্যবাদ
বাংলা ভাষাকে খুব ভাল বাসেন শুনে খুশী হলাম । কবিতা ভাল লাগল । শুভ কামনা ।
আমি চিকিৎসা বিভাগে কাজ করি ।
বাংলা ভাষাকে জড়িয়েই বাঁচি ।
ভাল থাকবেন
ধন্যবাদ
সুন্দর লিখেছেন দাদা।ভাল লাগা রইল।
অনেক ধন্যবাদ ।
সুযোগ্মতো অনেক পাওয়া…. চমৎকার লিখেছেন
চমৎকার লিখনী
বেশ ভাল ভাবনা দেখলাম