Today 14 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সেই রাত……

লিখেছেন: আহমেদ নিরব | তারিখ: ২১/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1185বার পড়া হয়েছে।

ঘুম তোমার তখনো ভাঙেনি,

পাখির অল্প অল্প কিচির

আর অনেক দূরে একটি আজানের ধ্বনি,

তোমার ঠোঁট তখনো শুকায়নি;

আমার ঘড়ির আঘাতে তোমার গলার নিচে

রক্ত জমাটবেধে আছে

ঊরু পর্যন্ত কাপড় উঠে আছে,

তোমার বাম পায়ে এখনো সেই নূপুর

যার আঘাতে আমার ঠোঁট কেটে গেছে।

কি মলিন লাগছিল তোমাকে!

এই তুমিই তখন

কি পাগলামিটাই না করছিলে!

আমি একটু একটু ভয় পাচ্ছিলাম

তুমি আমায় সাহস দিচ্ছেলে

যদিও তোমার সারা শরীর কাঁপছিল!

যখন তুমি তোমার ঠোঁটের রঙ

আমার সারা শরীরে মেখে দিলে,

তখন ঘুমন্ত আমি জেগে উঠি।

পথ হারা এক পথিকের মত

খুঁজতে থাকি স্বপ্ন পথ

যে পথের দেখা বাস্তবে আজই প্রথম

স্বপ্নে বহুবার দেখেছি সে পথ।

আমার মন আনন্দে ভরে উঠল,

আজ আমি সত্যিই বিজয়ী

যুদ্ধ শেষে যখন আমি ক্লান্ত,

তখন সঙ্গী তুমিও

ক্লান্ত আর প্রচণ্ড রক্তাক্ত;

নিঃশব্দ রাত আর নীল আকাশ।

আমাদের মিলন দেখে

ঘুমন্ত জোছনাও হাসছিল

বাতাসে ছড়িয়ে পরেছিল

গোলাপ আর রজনীগন্ধার সুগন্ধ।

১,২৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৯৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৩ ০৫:৩৫:২০ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  একান্ত কবির কথা–প্রেমের ভাবনার কথা–সুন্দর নিবেদন কথা।

 2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  কবিতায় সব কিছু সু-স্পস্ট করে বলা ঠিক না
  অ-স্পষ্টতায় কবিতার মূল বিষয়, কিছু কিছু কথা
  আকারে ইঙ্গিতে বলতে হয়,

  সমালোচনার জন্য নয়- ভাই হিসাবে জানালাম

  নিবেদন, আবেদন ও তৃপ্তির কবিতা
  অনেক ভাল লাগা।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  নিঃশব্দ রাত আর নীল আকাশ।

  আমাদের মিলন দেখে

  ঘুমন্ত জোছনাও হাসছিল

  বাতাসে ছড়িয়ে পরেছিল

  গোলাপ আর রজনীগন্ধার সুগন্ধ।
  অক্ষয় হোক আপনাদের প্রেম ।আমিও কবিতায় গোলাপ আর রজনীগন্ধার সুবাস পাচ্ছিলাম।একটি সুবাসিত কবিতা।সুন্দর কবিতা।ভাল লাগল।অনেক ধন্যবাদ চমৎকার কবিতার জন্য।

 4. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  একটি দৃশ্যের নিজস্ব বর্ণনা । বর্ণনা হিসেবে ভালই লিকেছেন । শুভ কামনা ।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর হয়েছে ,
  তবে ইঙ্গিতের দ্বারা ব্যক্ত করলে কাব্যের আকষর্ণ ও গঠনশৈলী দারুণ হতো ।
  এটা একান্ত আমার মত ।
  শুভ কামনা ।

 6. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

  মনে হয় নিজেরে ঘটনার বিবরণ,খুব ভাল লাগলো। ধন্যবাদ ।

 7. নুরুজ্জামান মাহ্‌দি মন্তব্যে বলেছেন:

  শিল্প মান উত্তীর্ণ কবিতা
  সব সময় হয় না
  একান্ত ভালো লাগাগুলোও কখনো কখনো
  কবিতা হয়ে ওঠে
  যখন অন্যকে টানে

  একান্ত ভালো লাগার চমৎকার বর্ণনা……… ভালো লাগার মতো……

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  বাপরে কি সব কবিতা । রোমান্টিকতায় ভরপুর
  ভাল ভাল কবি ……….

  লেখা খুব সুন্দর হইছে

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  nice

  পড়ে ভালো লাগলো খুব
  শুভ কামনা থাকল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top