Today 31 May 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সেই…..

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ০৪/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1740বার পড়া হয়েছে।

রাতের আকাশে
পূর্নিমা চাদেঁর আলোকিত ক্ষনে
আকাশের অনেক গভীরে ঢুকতে ইচ্ছে করে
সাদা সাদা মেঘের পড়তে পড়তে
বরফের শুভ্রতার গভীরে,
স্মৃতিগুলো স্পষ্ট হয়ে আসে মনে….
পুকুরের পরিস্কার পানিতে
চাঁদের আলোর আঁকা বাঁকা খেলা করা,
ছিপের আগায় একটা ছোট্ট মাছের আনাগোনা
আর ঘাসে বসে
বড় হওয়ার উড়ন্ত স্বপ্নে হারিয়ে যাওয়া…
আজ বড় হয়ে
শুধু যেন সেই দিনগুলোকেই হাতরিয়ে বেড়ানো….
কি হল অর্থ, বিত্ত আর সঙ্গিনীর অবাধ স্বাদে
জীবনের স্বাদ এখনও যেন আটকে আছে
সেই অজ পাড়া গায়েঁর
চাঁদনী রাতের আঁশটে গন্ধে….
সাঈদ চৌধুরী, ছবি সংগৃহীত ।

১৪৭) সেই…..
রাতের আকাশে
পূর্নিমা চাদেঁর আলোকিত ক্ষনে
আকাশের অনেক গভীরে ঢুকতে ইচ্ছে করে
সাদা সাদা মেঘের পড়তে পড়তে 
বরফের শুভ্রতার গভীরে,
স্মৃতিগুলো স্পষ্ট হয়ে আসে মনে….
পুকুরের পরিস্কার পানিতে
চাঁদের আলোর আঁকা বাঁকা খেলা করা,
ছিপের আগায় একটা ছোট্ট মাছের আনাগোনা
আর ঘাসে বসে 
বড় হওয়ার উড়ন্ত স্বপ্নে হারিয়ে যাওয়া…
আজ বড় হয়ে 
শুধু যেন সেই দিনগুলোকেই হাতরিয়ে বেড়ানো….
কি হল অর্থ, বিত্ত আর সঙ্গিনীর অবাধ স্বাদে
জীবনের স্বাদ এখনও যেন আটকে আছে
সেই অজ পাড়া গায়েঁর 
চাঁদনী রাতের আঁশটে গন্ধে….
সাঈদ চৌধুরী, ছবি সংগৃহীত ।

১,৭০৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৯ টি মন্তব্য

  1. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    জীবনবোধ ও তার প্রাকৃতিক নিয়ে সুন্দর লিখেছেন। আর জীবন কে যদি উপভোগই না করা গেল তবে তা কি জীবন হল।

  2. সাঈদুল আরেফীন মন্তব্যে বলেছেন:

    যেমন প্রকৃতিস্নাত চিত্র তেমনি কবিতার পটে ভেসে যাওয়ার মতোই। মুগ্ধতা আছে লেখায়। দুয়েকটা ক্ষেত্রে শব্দ সংযোজনে আরো যত্নশীল হলে কবি সাঈদ চৌধুরী আগামীতে অনেককে ছাড়িয়ে যাবেন। শুভেচ্ছাভিনন্দন কবি সাঈদ চৌধুরী ।শুভ কামনা রইলো।

  3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    চাঁদ ফুল পাখি এসব নিয়ে লেখা সবসময় ভাল লাগে। প্রকৃতির সুন্দর চিত্র ভাল লাগল ভাই।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    পরতে বানান ভুল বুঝি।

    স্মৃতি খুঁজে বেড়ানো কবিতা ভাল লাগল।

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাল লাগলো ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,অনেক অনেক

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top