নোটিশ
সেই…..
এই লেখাটি ইতিমধ্যে 1740বার পড়া হয়েছে।
রাতের আকাশে
পূর্নিমা চাদেঁর আলোকিত ক্ষনে
আকাশের অনেক গভীরে ঢুকতে ইচ্ছে করে
সাদা সাদা মেঘের পড়তে পড়তে
বরফের শুভ্রতার গভীরে,
স্মৃতিগুলো স্পষ্ট হয়ে আসে মনে….
পুকুরের পরিস্কার পানিতে
চাঁদের আলোর আঁকা বাঁকা খেলা করা,
ছিপের আগায় একটা ছোট্ট মাছের আনাগোনা
আর ঘাসে বসে
বড় হওয়ার উড়ন্ত স্বপ্নে হারিয়ে যাওয়া…
আজ বড় হয়ে
শুধু যেন সেই দিনগুলোকেই হাতরিয়ে বেড়ানো….
কি হল অর্থ, বিত্ত আর সঙ্গিনীর অবাধ স্বাদে
জীবনের স্বাদ এখনও যেন আটকে আছে
সেই অজ পাড়া গায়েঁর
চাঁদনী রাতের আঁশটে গন্ধে….
সাঈদ চৌধুরী, ছবি সংগৃহীত ।

১,৭০৯ বার পড়া হয়েছে
জীবনবোধ ও তার প্রাকৃতিক নিয়ে সুন্দর লিখেছেন। আর জীবন কে যদি উপভোগই না করা গেল তবে তা কি জীবন হল।
ধণ্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
যেমন প্রকৃতিস্নাত চিত্র তেমনি কবিতার পটে ভেসে যাওয়ার মতোই। মুগ্ধতা আছে লেখায়। দুয়েকটা ক্ষেত্রে শব্দ সংযোজনে আরো যত্নশীল হলে কবি সাঈদ চৌধুরী আগামীতে অনেককে ছাড়িয়ে যাবেন। শুভেচ্ছাভিনন্দন কবি সাঈদ চৌধুরী ।শুভ কামনা রইলো।
আপনার এই মন্তব্য আমাকে ানেক দূর যেতে আরো বেশী সাহায্য করবে । আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো । ভালো তাকুন সবসময় ।
চাঁদ ফুল পাখি এসব নিয়ে লেখা সবসময় ভাল লাগে। প্রকৃতির সুন্দর চিত্র ভাল লাগল ভাই।
ভালো লাগার জন্য কৃতজ্ঞতা জানবেন । ধণ্যবাদ ।
পরতে বানান ভুল বুঝি।
স্মৃতি খুঁজে বেড়ানো কবিতা ভাল লাগল।
ধণ্যবাদ আপু মন্তব্যের জন্য ।
ভাল লাগলো ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,অনেক অনেক