নোটিশ
সেটা ভালোবাসা না সেটা ভালোলাগা
এই লেখাটি ইতিমধ্যে 1170বার পড়া হয়েছে।
একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে । সে বুঝতে পারলো একটা ছেলে থাকে অনুসরণ করছে।কিছুক্ষণ যাওয়ার পর মেয়েটা দাড়িয়ে রইল
এবং পিছনে ফিরে দেখল যে ছেলেটাও দাড়িয়ে আছে।
মেয়েটা ছেলেকে ডেকে আনল এবং জিজ্ঞাসা করলো,
তুমি আমার পিছু নিয়েছ কেনো? ছেলেটা বলল, আমি তোমাকে ভালোবাসি।
এটা শুনে মেয়ে বলল,তোমার পিছনে দেখো আমার থেকে সুন্দর একটা মেয়ে আসছে !!!!!
তখন ছেলেটা পিছন ফিরে তাকাল এবং দেখল যে কেউ নেই!!।
মেয়েটা বলল, তুমি যদি সত্যি আমাকে ভালবাসতে তাহলে তুমি সুন্দর ওই মেয়েকে দেখার জন্য পিছনে ফিরে তাকাতে না। তুমি আমার দিকে তাকিয়ে থাকতে! তোমার যেটা হয়েছে সেটা ভালোবাসা না সেটা ভালোলাগা….
১,২৩২ বার পড়া হয়েছে
দারুণ গল্প,
কার বলুন তো?
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিজের মত করে আমাদের সামনে তুলে ধরার জন্য।
চমত্কার লিখেছেন !
ভাল লাগা জানিয়ে গেলাম ।
আমি কিন্তু আপনার চোখের
দিকেই চেয়ে আছি
বলুন তো এটা কি ভাল লাগা
নাকি ভালবাসা?
অনেক ভাল লাগা।
ভাললাগা আর ভালোবাসা যে এক না তা চমৎকার ভাবে ফুটে উঠেছে এই অনু্বাদ গল্পে। তবে গল্পকারের নাম দেয়া উচিত ছিল।
ভাললাগা আর ভালবাসায় খুব বেশী তফাৎ কি আছে?আমার মনে হয় নাই।যাকে আমরা ভালবাসি তাকে অবশ্যই ভাল লাগতে হবে।আর যে জিনিস আমাদের ভাল লাগে ক্রমে ক্রমে তার প্রতি আমাদের ভালবাসা চলে আসে।ধন্যবাদ এই অনুবাদ গল্পটির জন্য।