সৌন্দয্য বনাম চরিত্র
এই লেখাটি ইতিমধ্যে 1232বার পড়া হয়েছে।
Beauty Vs Quality (সৌন্দয্য বনাম চরিত্র ) আমাদের সব মেয়েদের জন্য
আমি লিখতে চাচ্ছি বিউটি নিয়ে আমাদের কোয়ালিটি নিয়ে .প্রথমে আমরা বিউটি কি সেটা নিয়ে কথা বলি . প্রচলিত রীতি নীতিতে বিউটি এর সজ্ঞা দেই জীবনানন্দ সেন এর বনলতার মত হবে .পাখির নীড় এর মত চোখ, দুধে আলতা গায়ের রং পটল চেরা আখি ..সৌন্দর্যের যত defination আমাদের কবি সাহিত্যিকরা দিয়ে গিয়েছেন আর কোয়ালিটি যা প্রতি মুহুর্তে আমরা অর্জন করছি সমাজ থেকে পরিবার থেকে পরিপাশিক থেকে আমার নলেজ ,শিখ্খা. চরিত্র
আমি খুব ই সাধারণ এক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি খুব ই সাধারণ একটা চেহারা নিয়ে জন্মেছি আমি .একেবারে বিশেসত্তহীন সাদামাটা চেহারা এখন এটা নিয়ে আমার আর দুখ্খ নেই অন্ততপক্ষে আমি ব্লাইন্ড না , বোবা ডেফ কোনটা না .প্রতি অর্গান আমার প্রপার ওয়েতে কাজ করছে, যদিও ছোটবেলায় আয়নায় চেহারা দেখতাম আর sad হয়ে ভাবতাম ইশ আমার চেহারা কি আরেকটু সুন্দর হতে পারতনা . সারাদিন সুধু স্কিন কেয়ার করতাম .কাচা হলুদ এর রস খেতাম স্কিন ব্রাইট করার জন্য , সকালে উঠে সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকতাম চোখটাকে ব্রাইট করার জন্য , চুলে প্রতি সপ্তাহে লাগাতাম এগ আর হেনা মিশানো প্যাক..আরো করতাম অনেক যোগ অনেক exercise ..however কোয়ালিটি এর চেয়ে আসলে বিউটি নিয়ে বেশি মাথা গামিয়েছি অল্প বয়সে থেকে ..
আজকে আমার সেসব স্কিন কেয়ার করা এত সুন্দর থাকা র চেষ্টা সব ফানি বলে মনে হছে . আজকে বুজি কোয়ালিটি টা যে কত বড় বিউটি র চেয়ে অমিত চাই যুগ যুগ ধরে সব সময়ে সবাই আমাকে আমার সততা , নলেজ, আমার education দিয়ে ই চিনবে আমার বিউটি দিয়ে না .এখন থেকে আপ্রাণ চেষ্টা হবে সুধু আপগ্রেড , কোয়ালিটি adopt ..
১,২৯৬ বার পড়া হয়েছে
এবার কবিতা ছেড়ে প্রবন্ধ
সবখানে পদচারণা
ভাল লাগলো…………
thanks
সুন্দর কথা লিখলেন ভাই।