নোটিশ
স্বপ্নজাল
এই লেখাটি ইতিমধ্যে 1169বার পড়া হয়েছে।
শ্রাবণের অঝর ধারায় ভিজে
বৃষ্টির মতো তোমার স্পর্শে হারাতে চাই
শুধু একবার নয় ওহে নন্দিনী
বারবার প্রেমে পড়তে চাই,
প্রেমে পড়ে কষ্ট পেতে চাই
মনের ভিতরে মনের বাণে।
স্বপ্নের গভীর দেশে, অন্ধকারে-
খুব কাছে যেতে চাই, কাছে পেতে চাই,
রুপের দ্যুতিতে স্বপ্নের জাল’ বুনে
দেহের গন্ধে মিশে যেতে চাই, হারাতে চাই।
পাহাড়ী ঝরণার মতো ঝরে ঝরে
হৃদয়ের সবটুকু প্রেম উজাড় করে দিতে চাই,
কূলহীন কাঙাল হতে চাই,
মোমবাতি হয়ে মিটমিট করে
জ্বলতে চাই তোর হৃদয়ে।
যদি সুর্য্যটা হারিয়ে যায় রাতের গ্রাসে
তবে গভীর অন্ধকারেও খুঁজতে চাই
বিনয় করে জোনাকির কাছ থেকে
একটু অালো ধার নিয়ে তোরে দেখতে চাই।
অালোতে অাঁধারে একান্ত গহবরে
তোকে চাই শুধু তোকে চাই,
স্বপ্নজালের প্রতিটি গিটে এ মনের মধুচন্দ্রিমায়
শুধুই তোকে চাই,তোকে চাই এবং তোকে চাই।
১,১৫৫ বার পড়া হয়েছে
খুব সুন্দর
ভাল লাগল কবিতা